Teen Dost

Book Name:Teen Dost

সন্তানদের ভবিষ্যত কেমন হবে? * একটা ব্যবসা তো চলতে শুরু করেছে, আরেকটি কীভাবে শুরু হবে? * এক জায়গা থেকে ভালো আয় হচ্ছে, আয় বাড়ানোর আরো কী উপায় হতে পারে? * গাড়ি, বাড়ি, বাংলো কীভাবে পাবো? ইত্যাদি হাজারো চিন্তা আমরা অন্তরে লালন করছি, এসব চিন্তা নিয়েই আমাদের সকাল আসে, আর সেসব চিন্তা নিয়েই আমাদের সন্ধ্যা হয় এবং জীবনের সময় চলে যায়।  আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এসব চিন্তা ছেড়ে দিবে, শুধুমাত্র একটি চিন্তা আখিরাতের চিন্তা করবে যে, আমাকে কবরে, হাশরে, পুলসিরাতে সফল হতে হবে, জান্নাতে যেতে হবে, আল্লাহ পাককে সন্তুষ্ট করতে হবে, কীভাবে করবো? এই একটি চিন্তাই করবে, তবে আল্লাহ তার সমস্ত চিন্তার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং যে ব্যক্তি এই একটি চিন্তা করবে না বরং দুনিয়ার চিন্তাতেই পড়ে থাকে, আল্লাহ পাকের কোন ভ্রুক্ষেপ নেই যে, সে কোন উপত্যকায় ধ্বংস হচ্ছে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

প্রিয় ইসলামী ভাইয়েরা! আহ! আমরা এই সত্যকে এখনই স্বীকার করে নিই এবং আখিরাতের চিন্তা করতে শুরু করি, নেক কাজের জন্য সময় বের করি এবং বেশি সময় নেকির মধ্যে কাটানোর চেষ্টা করি।

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖنصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

নেকির বীজ বপনের মাস

اَلْحَمْدُ لِلّٰه রজব মাসের আগমন হয়ে গেছে, রজব অত্যন্ত বরকতময়, সম্মানজনক এবং পবিত্র মাস। জান্নাতী সাহাবি হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ বলেন: রজব শরীফের পবিত্র মাস আসে তো আল্লাহ পাকের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই দোয়া করতেন: اَللّٰہُمَّ بَارِكْ لَنَا فِی رَجَبٍ وَّ شَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ অর্থাৎ হে আল্লাহ পাক! তুমি আমাদের জন্য রজব এবং শাবান মাসে বরকত দান করো ও আমাকে রমযান পর্যন্ত পৌঁছে দাও।

(মুসনাদে বাযযার, ১৩/১১৭, হাদিস ৬৪৯৬)

আসুন! আমরাও এই দোয়াটি পড়ে নিই:

اَللّٰہُمَّ بَارِکْ لَنَا فِی رَجَبٍ وَّ شَعْبَانَ  وَبَلِّغْنَا رَمَضَانَ

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖنصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

কিছু সহজ নেকি

আল্লাহ পাক আমাদের রজব শরীফের সম্মান করা, এই মাসে বেশি বেশি নেকি করার এবং কবর ও আখিরাতের চিন্তা করার তৌফিক দান করুক। মনে রাখবেন! ইবাদতের মধ্যে সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফরযনেকি করা এবং ইবাদতকারী হওয়ার জন্য আমাদের উচিত আমাদের ফরযগুলো সম্পন্ন করা, যেমন; * পাঁচ ওয়াক্ত নামায জামাআত