Book Name:Teen Dost
পাঠ করারই অভ্যাস বানিয়ে নিন, তো اِنْ شَآءَ الله প্রতিদিন তার আমলনামায় অসংখ্য নেকী বৃদ্ধি পেতে থাকবে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! অধিকহারে দরুদ শরীফ পাঠ করা অতি সহজতম একটি নেকী। দরূদ শরীফ * বরকত লাভ * মর্যাদা বৃদ্ধি * ঈমান শক্তিশালী করা * এবং আল্লাহ ও রাসূলের নৈকট্য অর্জনের অনন্য উপায়। উঠতে - বসতে, চলতে - ফিরতে, দিন হোক বা রাত মুখে দরুদ শরীফ পাঠের অভ্যাস করে নিন! اِنْ شَآءَ الله অনেক বরকত নসিব হবে।
মাদানী পাঞ্জেসূরায় রয়েছে: (১) দরুদ শরীফ পড়াতে আল্লাহ পাকের আদেশ পালন করা হয়। (২) একবার দরুদ শরীফ পাঠকারীর উপর দশটি রহমত অবতীর্ণ হয়। (৩) তার দশটি মর্যাদা বৃদ্ধি পায়। (৪) তার জন্য দশটি নেকী লিখা হয়। (৫) তার দশটি গুনাহ মুছে দেয়া হয়। (৬) দোয়ার পূর্বে দরুদ শরীফ পড়ার দ্বারা দোয়া কবুলিয়্যতের মাধ্যম।
سُبْحٰنَ الله! চিন্তা করুন! দরুদ শরীফের কত অসংখ্য বরকত রয়েছে, এগুলো তো কেবল দরূদ শরীফের কয়েকটি বরকত উল্লেখ করা হয়েছে, তবে দরুদ শরীফের এত বেশি বরকত রয়েছে যে, সংখ্যা গণনা করা সম্ভব নয়। এটি একটি খুব সহজ নেকী, আমাদের প্রতিদিন কিছু সময় ও সংখ্যা নির্ধারণ করে এবং সে অনুযায়ী দরুদ শরীফ পাঠ করার অভ্যাস গড়া উচিত। এছাড়াও চলতে ফিরতে দরূদ শরীফ পড়তে থাকুন, আল্লাহ পাক চাইলে দুনিয়া ও আখিরাতের সকল পর্যায়ে সফলতা নসিব হবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! এছাড়া আরও অনেক সহজ নেকী রয়েছে, যা আমরা সহজেই গ্রহণ করে আমাদের জীবনকে অধিকাংশ সময় নেকীর মধ্যে কাটাতে পারি। যদি আমরা সামান্য মনোযোগ দিই এবং আমাদের মানসিকতা তৈরি করি, তবে اِنْ شَآءَ الله আমরা খুব সহজেই কবর এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারব। মাকতাবাতুল মদীনার একটি কিতাব রয়েছে: “আ’ছান নেকীয়া”। এই কিতাবটি মাকতাবাতুল মদীনা থেকে সংগ্রহ করুন! অথবা দাওয়াতে ইসলামীর ওয়েবসাইট www.dawateislami.net থেকে ফ্রি ডাউনলোড করে নিন! এটি পড়ুন এবং এতে উল্লেখিত সহজ নেকীসমূহ গ্রহণ করার চেষ্টা করুন। اِنْ شَآءَ الله অনেক বরকত নসিব হবে।
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রজব মাসে রোযা রাখতেন
হে আশিকানে রাসূল! রজব শরীফে অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোযা রাখা। হযরত উরওয়া বিন জুবায়ের رَضِیَ اللهُ عَنْہُ হযরত আবদুল্লাহ বিন উমর رَضِیَ اللهُ عَنْہُمَا কে জিজ্ঞাসা করলেন: আল্লাহ পাকের রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কি রজব শরীফে রোযা রাখতেন? বললেন: হ্যাঁ! (রোযাও রাখতেন) এবং এর গুরুত্বও প্রদান করতেন।
(কানযুল উম্মাল, ৮ম অংশ, ৩০১ পৃষ্ঠা, হাদিস ২৪৫৯৬)