Book Name:Teen Dost
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল!
প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত
বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য
সম্পূর্ণ বয়ান শুনবো *
আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে
পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সবচেয়ে বড় উপদেশ
একবারের ঘটনা, তখনকার যুগের অনেক বড় এক ইমাম, কামিল ওলী এবং আমলদার আলিম হযরত ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এক জানাজায় অংশগ্রহণ করেন। মৃত ব্যক্তিকে দাফন করার পর তিনি একজনকে জিজ্ঞাসা করলেন: আপনার কী মনে হয়? এই ব্যক্তি (যাকে আমরা এখন দাফন করলাম, সে কি) দুনিয়ায় ফিরে এসে আরও বেশি নেক আমল করবে এবং তার গুনাহ থেকে তাওবা করার ইচ্ছা প্রকাশ করে না? সে বলল: হ্যাঁ! নিশ্চয়ই এর ইচ্ছা রাখে হয়তো। তখন ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: তাহলে আমাদের কী অবস্থা? আমরা কেন এই মৃত ব্যক্তির মতো হতে পারি না? (অর্থাৎ আমরা এখনও দুনিয়ায় আছি এবং আমাদের হাতে সময় আছে। আমরা কেন নেক আমলের দিকে এগিয়ে যাই না? কেন তাওবা করি না?) এই কথা বলে তিনি রওনা হলেন এবং বলতে লাগলেন: যদি হৃদয় জীবিত থাকে, তবে এর চেয়ে বড় উপদেশ আর কী হতে পারে...! (আদাবুল হাসানিল বসরী, ২৯ পৃ:)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
পাঁচজন যায়, চারজন ফিরে আসে
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটি একটি চিরন্তন সত্য যে, মৃত্যুর পর নেক আমলই কাজে আসবে * আমাদের গাড়ি * বাড়ি * ব্যাংক ব্যালেন্স * ধন-সম্পদের জন্য আমাদের পরিশ্রম * আমাদের বড় বড় ডিগ্রি * উত্তম কৃতিত্বের পদক, এ সবকিছুই এই দুনিয়ারই। দুনিয়াতেই রয়ে যাবে। কবরের অন্ধকারে আমাদের সঙ্গী হবে শুধুমাত্র আমাদের আমল। এছাড়া আর কিছুই আমাদের সাথে সাথে যাবে না। হাদিসে পাকে রয়েছে: মৃত ব্যক্তির সঙ্গে তিনটি জিনিস যায়, যার মধ্যে দুইটি ফিরে আসে এবং একটি তার সঙ্গে রয়ে যায়। (১) তার পরিবার পরিজন (২) তার সম্পদ এবং (৩) তার আমল সাথে যায়, অতঃপর পরিবার ও সম্পদ ফিরে আসে, কিন্তু আমল তার সঙ্গে রয়ে যায়।
(বুখারী, কিতাবুর রিকাক্ব, বাবু সাকরাতিল মউত, ১৫৯৯ পৃ:, হাদিস: ৬৫১৪)