Book Name:Teen Dost
একটি বর্ণনায় রসেছে, আল্লাহ পাকের শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: তোমার, তোমার পরিবার পরিজন, ধন-সম্পদ এবং আমলের উদাহরণ সেই ব্যক্তির মতো, যার তিনজন প্রিয় বন্ধু রয়েছে। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন সে তিন বন্ধুকে ডাকে। প্রথম বন্ধুকে সে জিজ্ঞাসা করে: তুমি আমার অবস্থা দেখছ, তুমি আমার জন্য কী করতে পারবে? বন্ধু উত্তর দেয়: আমি তোমার যত্ন নিতে পারব, তোমার পাশে থাকতে পারব, তোমার প্রয়োজন পূরণ করতে পারব। তোমার মৃত্যুর পর আমি তোমার দাফন-কাফনের কাজে সহায়তা করব, তারপর ফিরে আসব। যারা তোমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, তাদের সামনে তোমার ভালো দিকগুলো বলব। এই বন্ধু হলো তার পরিবার।
তারপর সে দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞাসা করে: তুমি আমার অবস্থা দেখছ, তুমি আমার জন্য কী করতে পারবে? দ্বিতীয় বন্ধু উত্তর দেয়: আমি তোমার পাশে থাকব যতক্ষণ তুমি জীবিত থাক। কিন্তু তোমার মৃত্যুর পর আমি তোমার সঙ্গে যেতে পারব না। তুমি কবরস্থানে যাবে আর আমি পৃথিবীতেই থেকে যাব। এই বন্ধু হলো তার সম্পদ।
তারপর সে তৃতীয় বন্ধুকে জিজ্ঞাসা করে: তুমি আমার অবস্থা দেখছ এবং আমার পরিবার ও সম্পদ কী বলল তা তুমি শুনেছ। তুমি আমার জন্য কী করতে পারবে? তৃতীয় বন্ধু উত্তর দেয়: আমি তোমার কবরেও তোমার সঙ্গে থাকব। তোমার একাকিত্ব দূর করব। কিয়ামতের দিন আমি তোমার কর্মফল হিসেবে তোমার পাল্লায় বসব এবং তোমার পক্ষে সাক্ষ্য দেব।এই বন্ধু হলো তার আমল।
সাহাবায়ে কিরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! এ তো সত্যিই ভালো বন্ধু! নবী করিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: এটাই বাস্তবতা।
(কানযুল উম্মাল, কিতাবুল মউত, ১৫ তম অংশ, ৩১৮ পৃ:, হাদিস: ৪২৯৭৪)
হে আশিকানে রাসূল! আমাদের জীবনের এই তিন বন্ধু, অর্থাৎ পরিবার, সম্পদ এবং আমল, আমাদের জীবনের বিভিন্ন দিকের প্রতিনিধি। অধিকাংশ মানুষ তার পরিবার ও সম্পদের জন্যই ব্যস্ত হয়ে পড়ে বরং অধিকাংশেরই তাদের সম্পদ ও পরিবার পরিজনের চিন্তাই ভর করে থাকে। সাধারণত মানুষ এই কারণেই গুনাহেও লিপ্ত হয়ে যায়, হালাল-হারামের তোয়াক্কা করেনা। সকাল থেকে রাত পর্যন্ত, তাদের দিন কাটে কেবল অর্থ উপার্জন, ঘরবাড়ি তৈরি, নতুন নতুন আরাম-আয়েশের পেছনে ছুটতে ছুটতে। কিন্তু এই দুনিয়া তো অস্থায়ী!! খুব শিগগিরই মৃত্যু এসে যাবে, আমাদের গাড়ি, বাড়ি, সম্পদ সবকিছু এখানেই থেকে যাবে আর আমরা আমাদের আমলকে সঙ্গে নিয়ে কবরে নেমে যাবো।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক কুরআনে পাকে ইরশাদ করেন:
وَمَنْ عَمِلَ صَالِحًا فَلِاَنْفُسِہِمْ یَمْہَدُوْنَ (۴۴)
(পারা: ২১, সূরা রোম, আয়াত: ৪৪) কানযুল ঈমান থেকে অনুবাদ: যারা সৎকাজ করে তারা নিজেদের জন্যই প্রস্তুতি নিচ্ছে।