Book Name:Teen Dost
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার সিডিউল ০৯ জানুয়ারী ২০২৫ইং
(১) সুন্নাত ও আদব শিখা: ৫ মিনিট (২) দোয়া মুখস্ত করানো ৫ মিনিট, (৩) যাচাই: ৫ মিনিট, সর্বমোট ১৫ মিনিট
উত্তম সাহচর্যের অবশিষ্ট মাদানী ফুল
* সৎসঙ্গী হলো সে যাকে দেখলে
তোমার মনে আল্লাহ পাকের কথা স্মরণ হবে, তার কথায় তোমার আমল বৃদ্ধি পাবে এবং তাঁর আচরণ তোমাকে আখিরাতের
কথা স্মরণ করিয়ে দিবে। (আল জামেউস সগীর, ২২৭ পৃ:, হাদিস: ৪০৬৩) * ভালো বন্ধুর সাহচর্য
কেবল এই দুনিয়াতেই উপকারী নয়, বরং কবরেও নেককারের সাহচর্য উপকারে আসে। (আচ্ছে মাহল কি বরকতে, পৃ: ৩৩) * আমল করার সেই উচ্চমানের
স্পৃহা যা একটি পরিচ্ছন্ন পরিবেশের সাহচর্য থেকে পাওয়া যায়, তা অন্যভাবে পাওয়া সম্ভব নয়, বরং এটি কঠিন। (প্রাগুক্ত, পৃ: ২১) * এমন একটি পরিবেশ
তৈরি করা উচিত, যাতে সকলের উঠা-বসা, একে অপরের সঙ্গে সাক্ষাৎ এবং পরস্পরের প্রতি ভালোবাসা শুধুমাত্র
আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য হয়। (প্রাগুক্ত, পৃ: ২৫) * ভালো পরিবেশ থেকে
ভালো সাহচর্য পাওয়া যায়। (প্রাগুক্ত, পৃ:১৬)
* ভালো পরিবেশের সঙ্গে
সম্পৃক্ত থাকার মাধ্যমে জাহির ও বাতিন সংশোধন হয়। (প্রাগুক্ত, পৃ: ১৬) * অসৎ পরিবেশ গ্রহণকারী
ব্যক্তিরা তাদের মর্যাদা ও অবস্থান হারিয়ে ফেলে। (প্রাগুক্ত, পৃ: ২৬) * হযরত মালিক বিন
দিনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِবলেন: যে ভাই বা বন্ধুর সাহচর্য তোমাকে দ্বীনি উপকার
প্রদান করে না, তার সাহচর্য থেকে তোমার
বেঁচে থাকা উচিত,
যাতে তুমি
নিরাপদ ও সুস্থ থাকো। (কাশফুল মাহযুব,পৃ: ৩৭৪) * দাওয়াতে ইসলামীর
উত্তাল প্রাণবন্তকার পরিবেশ ইবাদত ও দৈনন্দিন জীবন ব্যবস্থার প্রতি পরিচর্যা এবং
সুন্নাতের সংরক্ষণ করার আগ্রহ নিয়ে মদীনার পানে অগ্রসর হচ্ছে। অতএব দাওয়াতে ইসলামীর
পবিত্র ও নেক পরিবেশের সঙ্গে সম্পৃক্ত হওয়া উভয় জগতের জন্য কল্যাণকর। (আচ্ছে মাহল কি বরকতে,পৃ: ২২)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমারি শিডিউল অনুযায়ী “বদ নযর লাগলে পাঠ করার দোয়া” মুখস্ত করানো হবে। দোয়াটি হলো:
بِسْمِ اللهِ اَللّٰھُمَّ اَذْھِب حَرَّھَا وَ بَرْدَھَا وَ وَصَبَھَا
অনুবাদ: আল্লাহ পাকের নামে ইয়া ইলাহী এর গরম ও ঠান্ডা এবং এর বিপদ দূর করে দাও। (খযিনায়ে রহমত, ১৪৯ পৃ:)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد