Book Name:Teen Dost
আর আরেকজন আল্লাহ পাকের যিকির করছে, তবে আল্লাহ পাকের যিকিরকারীই উত্তম হবে। (মু’জামুল আওসাত, ৪/২৭৪ পৃ:, হাদিস: ৫৯৬৯)
তিরমিযি শরীফের হাদিসে পাকে রয়েছে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে জিজ্ঞাসা করা হলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! কিয়ামতের দিন আল্লাহ পাকের নিকট সবচেয়ে উত্তম মর্যাদার অধিকারী কোন লোকেরা হবে? ইরশাদ করলেন: অধিকহারে আল্লাহ পাকের যিকিরকারীরা।
(তিরমিযি, কিতাবুদ দাওয়াত, ৭৭৮ পৃ:, হাদিস: ৩৩৭৬)
আল্লাহর যিকিরের কিছু সহজ পদ্ধতি
প্রিয় ইসলামী ভাইয়েরা! ভাবুন তো! আল্লাহর যিকিরের কতইনা ফযিলত। আমাদের প্রতিদিন কিছু না কিছু যিকিরের অভ্যাস তৈরি করা উচিত, যেমন; * সকাল এবং সন্ধ্যায় ১০০ বার করেسُبْحٰنَ الله! পড়ার অভ্যাস করে নিন! হাদিসে পাক অনুযায়ী যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় ১০০ বার سُبْحٰنَ الله! পড়ে, সে ১০০টি হজ্ব সম্পাদনকারীর মতোই। (তিরমিযি, কিতাবুদ দাওয়াত, ৭৯৭ পৃ: হাদিস: ৩৪৭১) * অনুরূপভাবে কালেমা তায়্যিবা لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ পড়ার অভ্যাস বানিয়ে নিন! বর্ণনায় এসেছে: যে ব্যক্তি দিনে বা রাতে কোনো সময় لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ বলে, তার আমলনামায় গুনাহ মুছে দিয়ে এর পরিবর্তে সমপরিমাণ নেকী লিখে দেয়া হয়।
(মুসনাদে আবী ইয়া’লা, ৩/১৮৯ পৃ:, হাদিস: ৩৬১১)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! কুরআনে মজীদ আল্লাহ পাকের প্রদানকৃত এমন এক মহান উপহার, যা দেখা, পড়া, শোনা, বুঝা, সে অনুযায়ী আমল করা এবং নিজের নিকট রাখা সবই নেকীর কাজ। কুরআনে পাকের একটি অক্ষর পড়লে ১০টি সাওয়াব পাওয়া যায়, যেমনটি নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি আল্লাহ পাকের কিতাবের একটি অক্ষর পড়বে, সে একটি নেকী পাবে, যা ১০টির সমান হবে। আমি এটা বলছি না যে, الٓمّٓ একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মীম একটি অক্ষর।
(তিরমিযি, কিতাবু ফাযায়িলিল কুরআন,..!! ৬৭৬ পৃ:, হাদিস: ২৯১০)
প্রিয় ইসলামী ভাইয়েরা! ভাবুন তো, যেই সৌভাগ্যবান শুধুমাত্র الٓمّٓ এর তিলাওয়াত করবে, তার আমলনামায় কয়েক সেকেণ্ডেই ৩০টি নেকী বৃদ্ধি পাবে, তো কুরআনে পাকের একটি সূরা বা এক রুকু পড়াতে কতটুকু সাওয়াব পাবে! প্রত্যেক ইসলামী ভাইয়ের উচিত যে, প্রতিদিন কিছু না কিছু পরিমাণে কুরআনে পাকের তিলাওয়াত অবশ্যই করা, বেশি না হলেও প্রতিদিন কমপক্ষে তিন আয়াত কানযুল ঈমানের অনুবাদ ও খাযায়িনুল ইরফান বা সীরাতুল জিনানসহ