Book Name:Teen Dost
এই আয়াতের আলোকে ওলামায়ে কিরাম رَحِمَہُمُ اللهُ السَّلَام বলেন: আমাদের আমলই আমাদের কবরের বিছানা। কবরের জন্য কোনো দুনিয়াবি বিছানা নেই। সেখানে বিছানা ও বালিশ হবে আমাদেরই আমল, তা ভালো হোক বা খারাপ। (মাজমুউ রাসায়িলিল হাফিয ইবনে রজবুল হাম্বলি, ৪৩১ পৃ:)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হযরত ইয়াযিদ রাকাশি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমার কাছে খবর এসেছে যে, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, তখন তার আমলগুলো তাকে ঘিরে ফেলে। এরপর আল্লাহ পাক সেই আমলগুলোকে কথা বলার ক্ষমতা দান করেন। তখন সেই আমলগুলো বলে: হে কবরের নির্জনে একা হয়ে পড়া ব্যক্তি! তোমার সব বন্ধু ও আত্মীয়-স্বজন পেছনে রয়ে গেছে। আজ আমরাই তোমার প্রকৃত বন্ধু। এই কথা বলে হযরত ইয়াযিদ রাকাশি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কাঁদতে লাগলেন এবং বললেন: সুখবর তার জন্য, যার কবরের সঙ্গী নেক আমল হয় এবং ধ্বংস তার জন্য, যার কবরের সঙ্গী তার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। (শরহুস সুদুর, ৮৭ পৃ:)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটাই আসল সত্য। আমাদের মনে অনেক পরিকল্পনা
থাকে, আমাদের অন্তরে অনেক
স্বপ্ন থাকে। আমরা প্রতিদিন ভবিষ্যতের জন্য অনেক কিছু চিন্তা করি, নতুন নতুন পরিকল্পনা
তৈরি করি। কিন্তু আসল সত্য হলো, যখন মালাকুল মউত (অর্থাৎ মৃত্যুর ফেরেশতা) হযরত আযরাইল عَلَیْہِ
السَّلَام এসে উপস্থিত হবে, তখন কোনো পরিকল্পনা, কোনো স্বপ্ন অবশিষ্ট থাকবে না।
তখন কেবল আমাদের আমলই বাকি থাকবে। অতএব আমাদের দায়িত্ব হলো, আমরা দুনিয়াতে কী করব তা
ভালোভাবে ভেবে দেখা। ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো ব্যবসা এসব আমাদের ভবিষ্যৎ ভাবনার অংশ। কিন্তু
আমাদের আমল আমাদের আজকের দায়িত্ব। আমরা আমাদের দুনিয়াবি ভবিষ্যতে পৌঁছাতে পারব
কিনা সেটা কেউ জানে না, কিন্তু
আমরা নিশ্চয়ই কবরে নামব এবং আমাদের আমলগুলো আমাদের সঙ্গী হবে, এটা প্রত্যেক মুসলমান জানে।
তাই
আমাদের উচিত এখনই আমাদের আমল নিয়ে চিন্তা করা।
একবার হযরত উসমান বিন আবু আস رَضِیَ اللهُ عَنْہُ একটি জানাযার সাথে কবরস্থানে গেলেন। তার সাথে একজন যুবকও ছিলো। ওই যুবক কিছুটা উদাসিন ছিলো। তখন হযরত উসমান বিন আবু আস رَضِیَ اللهُ عَنْہُ সেই কবরটির দিকে ইঙ্গিত করে বললেন: তোমার ঘরটি উঁকি দিয়ে দেখ। যুবক কবরের দিকে তাকালো। হযরত উসমান رَضِیَ اللهُ عَنْہُ জিজ্ঞেস করলেন: কী দেখতে পাচ্ছো? বললো: একটি অন্ধকার ও সংকীর্ণ ঘর, যেখানে না খাবার আছে, না পানি, না পরিবার পরিজন, আর আমার এই দুনিয়ার ঘরে খাবার, পানিও পরিবার পরিজনও রয়েছে। তখন হযরত উসমান رَضِیَ اللهُ عَنْہُ বললেন: তুমি সত্য বলেছ। আল্লাহর শপথ! যদি আজ তুমি ফিরে গিয়ে তোমার দুনিয়ার ঘরে থেকেও যাও, একদিন তোমাকে এই অন্ধকার ও সংকীর্ণ ঘরেই আসতে