Teen Dost

Book Name:Teen Dost

সহকারে মসজিদে আদায় করার অভ্যাস গড়ে তোলা
*  যাকাত দেওয়ার সময় এলে যাকাত আদায় করা * যদি রোযার কাযা থাকে, তবে তা দ্রুত পূর্ণ করা * অন্যান্য যত ফরয ও ওয়াজিব রয়েছে, তা সবই পূরণ করাআর এরপর নেক কাজের সুযোগ অনেক বিস্তৃত। যদি আমরা আমাদের মনোভাব পরিবর্তন করি এবং নেকির প্রতি আগ্রহ বাড়িয়ে তুলি, তবে প্রতিদিন হাজারো নেকি অর্জন করতে পারবোযেমন:

(১) তাওবা করা

সত্যিকারের তাওবা একটি সহজ নেকীপ্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَلتَّائِبُ مِنَ الذَّنْبِ کَمَنْ لَّا ذَنْبَ لَہٗ অর্থাৎ গুনাহ থেকে তাওবাকারী এমন, যেনো সে কোনো গুনাহই করেনি।

(ইবনে মাজাহ, কিতবুয যুহুদ, ৬৮৯ পৃ:, হাদিস: ৪২৫০)

 

জান্নাতে প্রবেশ

তাওবাকারী সৌভাগ্যবানের গুনাহ ক্ষমার পাশাপাশি অন্যান্য ফযিলত রয়েছে যেমন; জান্নাতের নেয়ামতেরও অধিকারী হয়ে যায় পারা ২৮, সূরা তাহরীমের ৮নং আয়াতে রয়েছে:

 

یٰۤاَیُّہَا  الَّذِیْنَ  اٰمَنُوْا تُوْبُوْۤا  اِلَی اللّٰہِ تَوْبَۃً  نَّصُوْحًا ؕ عَسٰی رَبُّکُمْ  اَنْ یُّکَفِّرَ عَنْکُمْ سَیِّاٰتِکُمْ وَ یُدْخِلَکُمْ جَنّٰتٍ تَجْرِیْ  مِنْ تَحْتِہَا الْاَنْہٰرُ ۙ

(পারা ২৮, সূরা তাহরীম, আয়াত:)             কানযুল ঈমান থেকে অনুবাদ: হে ঈমানদারগণ! আল্লাহ্‌র প্রতি এমন তাওবা  করো যা আগামীর জন্য উপদেশ হয়ে যায় অদূর ভবিষ্যতে তোমাদের রব তোমাদের পাপসমূহ তোমাদের থেকে মোচন করে দেবেন এবং তোমাদেরকেও বাগান সমূহে নিয়ে যাবেন, যেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবাহমান

 

তাওবা করা কঠিন কাজ নয়

প্রিয় ইসলামী ভাইয়েরা! সত্যিকার তাওবার মাত্র তিনটি শর্ত রয়েছে: (১) গুনাহকে আল্লাহ পাকের অসন্তুষ্টি মনে করে এর জন্য লজ্জিত হওয়া, (২) ভবিষ্যতে এই গুনাহ আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করা এবং (৩) সেই গুনাহের ক্ষতিপূরণ করা (যেমন; * নামায কাযা হয়ে থাকলে, তবে এখন হিসেব করে তা আদায় করা* কোনো মুসলমানকে শরয়ী অনুমতি ব্যতীত কষ্ট দিয়ে থাকলে, তবে তার থেকে ক্ষমা চেয়ে নেয়া
* কারো ঋণ আত্মসাৎ করে থাকলে, তবে তা ফিরিয়ে দেয়া এবং ক্ষমা চেয়ে নেয়া) ফাতাওয়ায়ে রযবীয়া, ২১/১২১)

 

(২) আল্লাহ পাকের যিকির করা

প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের যিকির করাও এমন একটি সহজ ইবাদত, যা মানুষ সামান্য মনোযোগ সহকারে যে কোনো সময় করতে পারে। এর ফযিলত এবং উপকারিতা অসংখ্যযেমন; হযরত আবু মুসা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত যে, আল্লাহ পাকের শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যদি এক ব্যক্তির ঝুলি দিরহামে ভরা থাকে এবং সে তা বিতরণ করছে