Book Name:Teen Dost
হবে। (অতএব এখন থেকেই এই ঘরের জন্য প্রস্তুতি নাও!) (আয যুহুদ লি আহমদ বিন হাম্বল, ২৫৫ পৃ:, হাদিস: ১১৩৭)
দুনিয়ায় এমনভাবে বাস করো যেনো একজন মুসাফির...!!
হে আশিকানে রাসূল! এই ধারণা একেবারেই করবেন না! যে, এখনো অনেক সময় বাকি আছে, আমি এখনও তরুণ, তারপর বুড়ো বয়স আসবে, এরপর মৃত্যুর সময় আসবে...!! এটা এক ধরনের মিথ্যা প্রতিশ্রুতি, একটি সুদৃশ্য স্বপ্ন, যা পূর্ণ হবে কিনা, তা আমরা জানি না। তাই বুদ্ধিমান সেই ব্যক্তি, যিনি সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। সাহাবি ইবনে সাহাবি, হযরত আবদুল্লাহ বিন ওমর رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: আল্লাহ পাকের শেষ নবীصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একদিন আমাকে (কাঁধ) ধরে ইরশাদ করলেন: হে আবদুল্লাহ বিন ওমর! দুনিয়ায় এমনভাবে বসবাস করো যেনো একজন অপরিচিত ব্যক্তি অথবা যেনো একজন মুসাফির এবং নিজেকে মৃতদের মধ্যে গণ্য করো...!! (মুসান্নাফ ইবনে আবী শায়বা, ৪/১২৪, হাদিস: ৩)
দুনিয়ার চিন্তা ত্যাগ করো! আখিরাতের জন্য প্রস্তুত হয়ে যাও!
রাসূলের সাহাবি, হযরত আবু হুরাইরা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, আল্লাহ পাকের শেষ নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ২৫তম পারা, সূরা শূ’রা এর এই আয়াত তিলাওয়াত করলেন:
مَنْ کَانَ یُرِیْدُ حَرْثَ الْاٰخِرَۃِ نَزِدْ لَہٗ فِیْ حَرْثِہٖ ۚ وَ مَنْ کَانَ یُرِیْدُ حَرْثَ الدُّنْیَا نُؤْتِہٖ مِنْہَا وَمَا لَہٗ فِی الْاٰخِرَۃِ مِنْ نَّصِیْبٍ (۲۰)
(পারা: ২৫, আশ শূরা, আয়াত: ২০) কানযুল ঈমান থেকে অনুবাদ: যে আখিরাতের ফসল চায়, আমি তার জন্য তার ফসল বৃদ্ধি করে দিই, আর যে দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে তা থেকে কিছু প্রদান করবো এবং আখিরাতে তার কোন অংশ নেই।
অতঃপর ইরশাদ করেন: আল্লাহ পাক ইরশাদ করেছেন: হে আদম সন্তান! (দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে) ইবাদতের জন্য সময় বের করো! তাহলে তোমার অন্তর ধনী হয়ে যাবে। আর যদি তুমি এভাবে না করো (যেমন; দুনিয়াবি চিন্তায় ডুবে থাকো, শুধুই দুনিয়ার ভবিষ্যৎ চিন্তা করো), তবে তোমার হৃদয় দুনিয়াবি ব্যস্ততায় পূর্ণ করে দেয়া হবে। (মুস্তাদরাক, ৩/২৩৪, হাদিস: ৩৭০৯)
দুনিয়াবি চিন্তায় থাকা ধ্বংসের কারণ
হযরত আবদুল্লাহ বিন মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, হুযূরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি তার সমস্ত চিন্তাভাবনাকে শুধুমাত্র একটি অর্থাৎ আখিরাতের চিন্তা বানিয়ে নেয়, তবে আল্লাহ পাক তার দুনিয়ার চিন্তার জন্য যথেষ্ট আর যে ব্যক্তি দুনিয়ার চিন্তায় মগ্ন থাকে, আল্লাহ পাক তার বিষয়ে কোনো খেয়াল রাখেন না যে, সে কোন উপত্যকায় ধ্বংস হচ্ছে। (ইবনে মাজাহ, ৬৬৪ পৃ:, হাদিস: ৪১০৬)
হে আশিকানে রাসূল! ভাববার বিষয়! * আমরা কোথায় খাব? * কী পরব? * সকালে তো খেয়েছি, বিকেলে খাব কোথা থেকে? * ভবিষ্যত কী হবে? * বুড়ো বয়স কেমন কাটবে? *