Imam e Jafar Ki Mubarak Aadatein

Book Name:Imam e Jafar Ki Mubarak Aadatein

চিন্তাগুলো দুনিয়ার বিষয়গুলোতে ব্যস্ত রাখে, তো আল্লাহ পাকের তা ব্যাপারে কোনো পরোয়া নেই যে, সে কোন উপত্যকায় ধ্বংস হয়ে যাচ্ছে।"

(ইবনে মাজাহ, ৬৬৮ পৃষ্ঠা, হাদীস:৪১০৬)  

 

          হায়! আমাদের যদি আখিরাতের চিন্তা নসীব হয়ে যেতো,  এই চিন্তা নসীব হলে তো اِنْ شَآءَ الله বেশি বেশি নেক কাজ করার অস্তিরতা ইবাদতে অটলতা নসীব হয়ে যাবে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উপদেশ

          হযরত সুফিয়ান সাওরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হযরত ইমাম জাফর সাদিক
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কাছে আরয করলেন: আমি ততক্ষণ পর্যন্ত উঠবো না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে কোনো উপদেশ দিবেন না ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁকে বললেন: "হে সুফিয়ান! আমি আপনার সাথে কথা বলছি কিন্তু অতিরিক্ত কথা আপনার জন্য ভালো হবে না, তিনটি কথা মনে রাখবে এবং এগুলোর উপর আমল করবে:. যখন আল্লাহ পাক তোমাকে কোন নেয়ামত দেন এবং তুমি চাইবে সে নেয়ামত যেনো স্থায়ী হ, তবে তোমাকে তার উপর অনেক বেশি শোকর করতে হবে, কারণ আল্লাহ পাক ইরশাদ করেন:

لَئِنْ شَکَرْتُمْ لَاَزِیْدَنَّکُمْ

(পারা ১৩, সূরা ইব্রাহীম, আয়াত নং ৭)       কানযুল ঈমান থেকে অনুবাদ: যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের উপর অনুগ্রহ বর্ধিত করবো

 

. যদি তোমার রিযিকে বিলম্ব অনুভব হয়, তবে অধিকহারে ইস্তিগফার করো (অর্থাৎ " اَسْتَغْفِرُ الله! اَسْتَغْفِرُ الله " বারবার বলো) কারণ, আল্লাহ পাক ইরশাদ করেন:

فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّکُمْ ؕ اِنَّہٗ کَانَ غَفَّارًا (ۙ۱۰)   یُّرْسِلِ السَّمَآءَ عَلَیْکُمْ  مِّدْرَارًا (ۙ۱۱)  وَّ یُمْدِدْکُمْ  بِاَمْوَالٍ وَّ بَنِیْنَ وَ یَجْعَلْ لَّکُمْ  جَنّٰتٍ وَّ یَجْعَلْ لَّکُمْ  اَنْہٰرًا (ؕ۱۲)

(পারা ২৯, সূরা নূহ, আয়াত ১০ - ১২)      কানযুল ঈমান থেকে অনুবাদ: অতঃপর আমি বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চই তিনি মহাক্ষমাশীলতিনি তোমাদের উপর প্রবল বৃষ্টি পাত করবেনআর তোমাদেরকে সাহায্য করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততির মাধ্যমে, আর তোমাদের জন্য উদগত করবেন উদ্যান ও তোমাদের জন্য প্রবাহিত করবেন স্রোতধারা

 

৩. হে সুফিয়ান! যদি তোমা দুঃখ ও কষ্ট পাওয়ার আশঙ্কা থাকে অথবা কোন বিপদ আসতে থাকে, তবে " لَاحَوْلَ وَلَاقُوَّۃَ اِلَّابِالله" অধিক হারে পাঠে অভ্যস্ত হও, কারণ এটি সুখের চাবি এবং জান্নাতের ভান্ডার সমূহের একটি ভান্ডার (ইহইয়াউল উলুম, ৩/২২৫, ৩৭৮৩ অংশ)

 

১২ দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো