Imam e Jafar Ki Mubarak Aadatein

Book Name:Imam e Jafar Ki Mubarak Aadatein

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনেছেন যে, ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আল্লাহর প্রদত্ত নেয়ামত গুলি অন্যদের সঙ্গে ভাগ করে নিতেন। আল্লাহ পাক তাঁকে গায়েব থেকে আঙ্গুর দান করেছিলেন, তিনি তা অন্য এক ব্যক্তিকে ভাগ করে দিয়েছিলেন। আল্লাহ পাক তাঁকে গায়েব থেকে কাপড় দান করেছিলেন, তিনি প্রথম পোশাকটি একজন দরিদ্র ব্যক্তিকে দান করে দিয়েছিলেন। মনে রাখবেন! কোন দরিদ্র মুসলমানকে কাপড় পরানো একটি খুবই মর্যাদাপূর্ণ কাজ। যেমনিভাবে হাদীসে পাকে  এসেছে: যে ব্যক্তি কোন মুসলমানকে কাপড় পরিয়ে দেয়, যতক্ষণ পর্যন্ত তার দেহে সেই কাপড়ের কোন সূতা বা আঁশ থাকে, তক্ষণ পর্যন্ত কাপড় পরানো ব্যক্তি আল্লাহর আশ্রয়ে থাকবে। (মুসতাদরাক, ৫/২৭৫, হাদীস: ৭৪৯৯) আরেকটি হাদীসে এসেছে: যে ব্যক্তি কোন কাপড় বিহীন ব্যক্তিকে কাপড় পরিয়ে দেয়, আল্লাহ পাক তাকে সবুজ জান্নাতী পোশাক পরিয়ে দেবেন। (তিরমিযী, ৫৮১ পৃষ্ঠা, হাদীস: ২৪৪৯) আল্লাহ পাক আমাদেরও তাওফিক দান করুন, আমাদেরও উচিত যে, আল্লাহ পাকের দেওয়া ধন-সম্পদ এবং অন্যান্য নেয়ামত গুলির মধ্যে অন্যদেরকে অংশীদার করার অভ্যাস গড়ে তোলা।

 

খোদা প্রদত্ত নেয়ামত থেকে খরচ করুন!

          আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ یُطْعِمُوْنَ  الطَّعَامَ عَلٰی حُبِّہٖ مِسْکِیْنًا وَّ  یَتِیْمًا  وَّ  اَسِیْرًا (۸) اِنَّمَا نُطْعِمُکُمْ لِوَجْہِ اللّٰہِ لَا نُرِیْدُ مِنْکُمْ جَزَآءً   وَّ  لَا  شُکُوْرًا (۹)

(২৯ পারা সূরা দাহর, আয়াত ৮-)            কানযুল ঈমান থেকে অনুবাদ: আর আহার করায় তাঁর ভালবাসার উপর মিসকীন, ইয়াতীম ও বন্দীকে তাদেরকে বলে আমরা একমাত্র আল্লাহরই সন্তুষ্টির জন্য তোমাদেরকে খাবার প্রদান করছি, তোমাদের নিকট থেকে কোন বিনিময় কিংবা কৃতজ্ঞতা চাই না।

          অর্থাৎ আল্লাহ পাকের সেই নেক গ্রহণযোগ্য বান্দা, যাদের জান্নাত দান করা হবে, যারা জান্নাতের ঝর্ণা থেকে পান করবে, তারা হচ্ছে সেইসব লোক যারা দুনিয়াতে * আল্লাহ পাকের ভালোবাসায় গরীবদের, মিসকিনদের খাবার খাওয়াতেন এবং * এতই আন্তরিক যে, তারা বলতো: "আমরা তোমাদের আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আহার করিয়েছি, আমরা তোমার কাছ থেকে কোন ধরনের প্রতিদান বা কৃতজ্ঞতা প্রত্যাশা করি না।"

          سُبْحٰنَ الله! আল্লাহ পাক আমাদেরও তাওফিক দান করুন। আমরা যেন অন্যদের খাওয়াতে এবং পান করাতে পারি, আল্লাহ পাক যেসব নেয়ামত আমাদের দান করেছেন, সেগুলিতে অন্যদেরকে অংশীদার করতে পারি 

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

ইমাম জাফর সাদিক ও মৃত্যুর স্মরণ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর প্রিয় অভ্যাস গুলির মধ্যে একটি ছিল, তিনি মৃত্যুকে অধি হারে স্মরণ করতেনতাঁর একটি অভ্যাস ছিল, রাতে কবরস্থানে যেতেন এবং বলতেন: হে কবরবাসীরা! কী ব্যাপার? আমি তোমাদের ডাকি, অথচ তোমরা কোন