Book Name:Imam e Jafar Ki Mubarak Aadatein
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! লক্ষ্য করুন! ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ছোট বেলাতেই কি পরিমাণ আল্লাহর ভয় ধারণ করতেন। আল্লাহ পাক আমাদেরও যেন আল্লাহর ভয়ের নেয়ামত দান করেন। নিঃসন্দেহে আল্লাহর ভয়ে এবং রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ভালোবাসায় কান্না করা একটি মহান নেকীর কাজ। হাদীসে পাকে আছে: যে মুসলমান আল্লাহর ভয়ে কাঁদে, যদিও তা মাছির মাথার সমান হয়, অতঃপর সেই পানি যদি তার মুখের ওপর গড়িয়ে পড়ে, তবে আল্লাহ পাক তাকে জাহান্নামের জন্য হারাম করে দেন। (শুয়াবুল ঈমান, ১/৪৯১, হাদীস: ৮০২)
* রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছেন, যাদের ডানাগুলি আল্লাহর ভয়ের কারণে কাঁপতে থাকে, তাদের চোখ থেকে পড়া প্রতিটি অশ্রু একটি করে ফেরেশতা সৃষ্টি হয়, যে দাঁড়িয়ে তার রবের পবিত্রতা ঘোষণা করতে থাকে। (শুয়াবুল ঈমান, ১/৫২১, হাদীস: ৯২১)
* রহমতে দো জাহান, মক্কী-মাদানী সুলতান صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তি কখনোই জাহান্নামে প্রবেশ করবে না, এমনকি দোহনকৃত দুধ স্তনে (Udder) ফিরে যায়।
(শুয়াবুল ঈমান ১/৪৯০, হাদীস: ৮০০)
প্রখ্যাত মুফাসসীরে কুরআন হযরত মুফতি আহমদ ইয়ার খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসের ব্যাখ্যায় বলেন: যেমন দোহনকৃত দুধ স্তনে ফিরে আসা অসম্ভব, তেমনি আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তির জন্য জাহান্নামে যাওয়া অসম্ভব। (মিরআতুল মানাজীহ, ৫/৩৪৬)
প্রিয় ইসলামী ভাইয়েরা! যারা আল্লাহর ভয়ে কাঁদে, তাদের অনেক মর্যাদা, তাদের কারণে অন্যদের ওপরও রহমত নাযিল হয়। একবার নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বয়ান করছিলেন, তাঁর সুন্দর সুন্দর কথা শুনে উপস্থিত একজন ব্যক্তি কাঁদতে শুরু করলেন। এটা দেখে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: "যদি আজ তোমাদের মাঝে সেই সব মুসলমান উপস্থিত থাকতো, যাদের পাপ পাহাড়ের সমান, তবুও এই একজন ব্যক্তির কান্নার কারণে তাদের সকলকে ক্ষমা করে দেওয়া হতো। কারণ ফেরেশতাগণও তার সঙ্গে কাঁদছিল এবং দোয়া করছিল: 'হে আল্লাহ! যারা অধিকহারে কাঁদে, তাদের সুপারিশ তাদের পক্ষে কবুল যারা কাঁদে না।" (শুয়াবুল ঈমান, ১/৪৯৪, হাদীস: ৮১০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
যখন তাদের এই অবস্থা, তখন...
তাঁর যুগে অনেক বড় আলেম এবং কামিল ওলী হযরত দাউদ ত্বায়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একবার ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সেবা করতে গিয়ে বললেন: আলিজাহ! আপনি আহলে বাইত (অর্থাৎ রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বংশধর) এর অন্তর্ভুক্ত, তাই আমাকে কিছু উপদেশ দিন!"