Book Name:Imam e Jafar Ki Mubarak Aadatein
প্রিয় ইসলামী ভাইয়েরা! আখিরাতের চিন্তা অর্জন, গুনাহ ত্যাগ, নেক নামাযী হওয়ার এবং ঈমানের হেফাযতের জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান! ১২ দ্বীনি কাজে স্বক্রিয়ভাবে অংশগ্রহণ করুন, اِنْ شَآءَ الله! দ্বীন ও দুনিয়ার অসংখ্য কল্যাণ নসীব হবে। যেলী হালকার ১২ দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো: সাপ্তাহিক মাদানী মুযাকারা।
اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রতি সপ্তাহে ইশার নামাযের পর মাদানী চ্যানেল এ সরাসরি (লাইভ) মাদানী মুযাকারা করেন, অর্থাৎ সারা দুনিয়া থেকে আশিকানে রাসূলের জিজ্ঞাসিত প্রশ্নের ইলমি ও হিকমত পূর্ণ উত্তর প্রদান করেন, যাতে অসংখ্য আশিকানে রাসূল আন্তর্জাতিক মাদানী মারকায ফয়যানে মদীনা করাচীতে অংশ গ্রহণ করে ইলমে দ্বীনের বরকত লাভ করছে। হাজারো আশিকানে রাসূল তাদের শহর বা এলাকার মধ্যে সম্মিলিত ভাবে মাদানী মুযাকারা দেখার ব্যবস্থা করেন এবং মাদানী চ্যানেল, সোশ্যাল মিডিয়া (যেমন ইউটিউব, ফেইসবুক ইত্যাদি) এর মাধ্যমে না জানি বিশ্বব্যাপী কোথায় কোথায় মাদানী মুযাকারা দেখা হচ্ছে। আপনিও দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করতে, আউলিয়ায়ে কিরামের ফয়েজ লাভ করতে, অন্তরে ইশকে মুস্তাফা বৃদ্ধি করতে, ইলমে দ্বীনের আলোতে আলোকিত হতে এবং নেক নামাযী হওয়ার জন্য মাদানী মুযাকারায় অংশগ্রহণ করুন এবং অসংখ্য নেকি অর্জন করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! ভরসা ও অল্পতুষ্টার ব্যাপারে
কতিপয় মাদানী ফুল শুনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে প্রিয় নবী হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ২টি বাণী শ্রবণ করুন: ১) ইরশাদ হচ্ছে: অল্পতুষ্টতা অশেষ এক ভান্ডার। (আয যুহুদুল কবীর, ৮৮
পৃষ্ঠা, হাদীস:১০৪) ২) ইরশাদ হচ্ছে: নিশ্চয়ই সফল হয়েছে সেই ব্যক্তি, যে ইসলাম গ্রহণ করেছে এবং তাকে
যথেষ্ট পরিমাণে রিযিক দেওয়া হয়েছে, আর আল্লাহ পাক তাকে যা কিছু
দিয়েছেন, তাতে তুষ্টতা দান করেছেন। (মুসলিম ৪০৬ পৃষ্ঠা হাদীস: ২৪২৬)
* মানুষ আল্লাহ পাকের
পক্ষ থেকে যা কিছু পায়, তাতে সন্তুষ্ট হয়ে জীবন যাপন করে লোভ-লালসা ত্যাগ করাকে
'অল্পতুষ্টতা (قناعت) বলা হয়। (জান্নাতী যেওর, ১৩৬ পৃষ্ঠা) *দৈনন্দিন ব্যবহৃত জিনিসগুলো না
থাকা সত্তেও সন্তুষ্ট থাকা হলো 'অল্পতুষ্টতা। (আল-তারিফাতু লিল জুরজানি, ১২৬ পৃ.) *'ভরসার তিনটি স্তর রয়েছে: (১) আল্লাহ
পাকের ওপর ভরসা করা, (২)
তাঁর আদেশের সামনে মাথা নত করা, (৩) নিজের সমস্ত কাজ তাঁর কাছে সোপর্দ করে দেয়া (রিসালা কুশাইরিয়া, ২০৩ পৃ.) *দুনিয়াবী জিনিসগুলোতে তুষ্টতা
এবং ধৈর্য ধারণ করা ভালো, কিন্তু আখিরাতের জিনিসগুলোর ক্ষেত্রে লোভ এবং অস্থিরতা উত্তম। দ্বীনের কোনো স্তরে পৌঁছে
তুষ্টতা গ্রহণ না করে, আরও
সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। (মিরাতুল মানাযিহ ৭/১১২)