Imam e Jafar Ki Mubarak Aadatein

Book Name:Imam e Jafar Ki Mubarak Aadatein

          হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

পাখিরা জীবিত হয়ে গেলো

          একবার ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উপবিষ্ট ছিলেন, অনেক লোক তাঁর কাছ থেকে ফয়েয বরকত নেয়ার জন্য তাঁর খেদমতে উপস্থিত হলোতিনি আল্লাহর নবী হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام     এর উত্তম আলোচনা করতে গিয়ে একটি ঘটনা বর্ণনা করলেন যে, হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام আল্লাহর দরবারে আবেদন করেছিলেন: হে আল্লাহ! মৃতদের কিভাবে জীবিত করা হবে, আমাকে চোখে দেখিয়ে দিন। আল্লাহ পাক তাঁর খলীল عَلَیْہِ السَّلَام এর আবেদন গ্রহণ করলেন এবং ইরশাদ করলেন:

فَخُذْ اَرْبَعَۃً مِّنَ الطَّیْرِ فَصُرْھُنَّ اِلَیْکَ ثُمَّ اجْعَلْ عَلٰی کُلِّ جَبَلٍ مِّنْہُنَّ جُزْءًا ثُمَّ ادْعُہُنَّ یَاْتِیْنَکَ سَعْیًا ؕ

(৩ পারা সূরা বাকারা, আয়াত ২৬০)           কানযুল ঈমান থেকে অনুবাদ: তবে আচ্ছা! চারটা পাখি নিয়ে তোমার সাথে নেড়েচেড়ে নাও, অতঃপর সেগুলার একেক খন্ড প্রতিটি পাহাড়ের উপর রেখে দাও, অতঃপর সেগুলোকে আহ্বান করো, সেগুলো তোমার নিকট চলে আসবে নিজ পায়ে দৌঁড়াতে দৌঁড়াতে

          এই ঘটনা বর্ণনা করার পর, হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: তোমরা চাইলে আমি তোমাদেরকে পাখি (Birds) জীবিত করে দেখিয়ে দিতে পারি? লোকেরা বলল: হ্যাঁ, অবশ্যই! তারপর হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একটি ময়ূর, একটি কাক, একটি বাজপাখি এবং একটি কবুতর নিলেন, সেগুলোকে জবাই করে মাংস কিমা (Minced Meat) বানানোর নির্দেশ দিলেন এবং তাদের মাথা আলাদা ভাবে সংরক্ষণ করলেনযখন সমস্ত মাংস  একসাথে মিশিয়ে কিমা তৈরি করা হল, তখন তিনি পালাক্রমে চারটি পাখিকে ডাকলেনহে ময়ূর! হে কাক! হে বাজ! হে কবুতর! এইভাবে তিনি ডাকতে থাকলেন এবং প্রতিটি পাখির মাংস (Meat) উড়ে গিয়ে তার নিজস্ব মাথার সাথে যুক্ত হয়ে গেলএভাবে, যে চারটি পাখি জবাই করে কিমা তৈরি করা হয়েছিল, হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কারামতে সেগুলো তৎক্ষণাৎ জীবিত হয়ে উঠল

(শাওয়াহিদুন নবুওয়াত, ২৫০)  

          নোট: অস্বাভাবিক যা কিছু আল্লাহ পাকের ওলীর কাছ থেকে প্রকাশ পায় তাকে কারামত বলে(বাহারে শরীয়ত, ১ম অংশ, ১/৫৮)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সংক্ষিপ্ত পরিচিতি