Imam e Jafar Ki Mubarak Aadatein

Book Name:Imam e Jafar Ki Mubarak Aadatein

          প্রিয় ইসলামী ভাইয়েরা! * ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আহলে বাইতের ইমামদের মধ্যে  ছিলেন। তিনি তার যুগের একজন মহান আলেম (Scholar), মুফতী, দুনিয়া বিমুখ, মুত্তাক্বী (আল্লাহ ভীতি), পরহেজগার, ইবাদতগুজার এবং একজন ওলিয়ে কামেল ছিলেন। তিনি আল্লাহ পাকের কাছে এক মহান মর্যাদা অর্জন করেছিলেন শাওয়াহিদুন নবুওয়াতে উল্লেখ আছে: একবার একজন ব্যক্তি ইমাম জাফর সাদিক
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ -এর কাছে উপস্থিত হয়ে ১০ হাজার দীনার (স্বর্ণমুদ্রা) তাঁর কাছে তুলে দিয়ে বললো: "হুযুর! আমি হজ্জে যাচ্ছি। আপনি আমার এই টাকা গ্রহণ করুন এবং এর বিনিময়ে আমার জন্য কোন একটি বাড়ি কিনে দিন!" এই বলে সে ব্যক্তি হজ্জের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যখন সে ফিরে এল, ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: "আমি তোমার জন্য জান্নাতে একটি বাড়ি কিনে দিয়েছি।" এরপর তিনি সেই ব্যক্তিকে একটি রসিদ প্রদান করে বললেন: "এই নাও, এটি তোমার জান্নাতের বাড়ির রসিদ।" এই মহৎ উপহার পেয়ে সে ব্যক্তি অত্যন্ত আনন্দিত হল এবং জান্নাতের বাড়ির রসিদ হাতে নিয়ে বাড়ি ফিরে গেল। আল্লাহর ইচ্ছায়, ঐ ব্যক্তি অসুস্থ হয়ে পড়লোযখন সে নিশ্চিত হলো যে, এখন তার জীবিত থাকাটা সম্ভব নয়, তখন সে ওসিয়ত পত্র লিখে গেল যে, "ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর হাতে লেখা রসিদটি আমার সঙ্গে কবরে দাফন করে দিবে" যখন ঐ ব্যক্তির মৃত্যু হল, তার ওসিয়ত অনুযায়ী রসিদটি তার সঙ্গে কবরে দাফন করা হল। দ্বিতীয় দিন, লোকেরা দেখতে পেল যে, সেই রসিদটি কবরের উপর রাখা রয়েছে এবং তার পেছনে লেখা ছিল: "ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূর্ণ হয়েছে (অর্থাৎ, ঐ ব্যক্তির জন্য জান্নাতে বাড়ি দেওয়া হয়েছে)" (শাওয়াহিদুন নবুয়াত ২৫১)  

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ভালো অভ্যাস

          প্রিয় ইসলামী ভাইয়েরা! ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ছিলেন অত্যন্ত সচ্চরিত্রবান * তিনি ছিলেন সদাচরণের অধিকারী * তাঁর ঠোঁটে প্রায়ই হাসি থাকতো তিনি প্রিয় নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি এতটা শ্রদ্ধাশীল ছিলেন যে, যখনই নবী মুস্তাফার আলোচনা করা হতো, তখন সম্মানের কারণে তাঁর চেহারার রঙ হলুদ হয়ে যেতো * তিনি কখনোই অজু ছাড়া হাদীস শরীফ বর্ণনা করতেন না * সর্বদা নামায ও কুরআন তিলাওয়াতে মগ্ন থাকতেন * এবং তাঁর আলোচনা (কথোপকথন) কোনো প্রকার নিরর্থক কথাবার্তা থেকে মুক্ত ছিল (শিফা ২/৩৬)

কল্যাণ কামনা এবং দরিদ্রদের সাহায্য

          প্রিয় ইসলামী ভাইয়েরা! ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ র মোবারক অভ্যাসগুলির মধ্যে একটি সুন্দর অভ্যাস হলো কল্যাণকামী, কিতাবে লেখা আছে যে, তিনি লোকদের পরিতৃপ্ত করে খাওয়াতেন।

(হিলইয়াতুল আউলিয়া৩/২২৬, ৩৭৮৮ নং)  

বে মৌসুমী আঙ্গুর পাওয়া গেল