Book Name:Imam e Jafar Ki Mubarak Aadatein
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার সিডিউল ১৬ জানুয়ারী ২০২৫ইং
(১) সুন্নাত ও আদব শিখা: ৫ মিনিট (২) দোয়া মুখস্ত করানো ৫ মিনিট, (৩) যাচাই: ৫ মিনিট, সর্বমোট ১৫ মিনিট
ভরসা ও অল্পতুষ্টতার অবশিষ্ট মাদানী ফুল
* লালসা খুব খারাপ অভ্যাস এবং অত্যন্ত বাজে অভ্যাস। আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে যে রিযিক, নেয়ামত, ধন ও সম্পদ, বা খ্যাতি ও মর্যাদা (অথবা সম্মান) দেওয়া হয়েছে, তাতে সন্তুষ্ট হয়ে তুষ্টতা গ্রহণ করা উচিত। (জান্নাতী যেওর, ১১০ পৃষ্ঠা) * যে ব্যক্তির লোভী দৃষ্টি মানুষদের হাতে থাকা সম্পদের দিকে তাকিয়ে থাকে, সে সবসময় দুঃখী থাকবে। (রিসালা কুশাইরিয়া, ১৯৮ পৃষ্ঠা) * বাল'আম বিন বাউরাহ, যে একজন বড় আলিম এবং দোয়া কবুল হয় এমন ব্যক্তি ছিলেন, লোভ-লালসা তার দুনিয়া ও আখিরাত ধ্বংস করে দিয়েছে। (মালফুজাতে আ'লা হযরত, ৩৬৭ পৃষ্ঠা) * আল্লাহ পাক বলেন: 'সে ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি ধনী, যে আমার দেওয়া বস্তুতে সবচেয়ে বেশি তুষ্টকারী হয়ে থাকে। (ইবনে আসাকির, ৬১/১৩৯) *যদি একজন মানুষের কাছে সম্পদের দুইটি উপত্যকা থাকে, তবে সে তৃতীয় উপত্যকার আকাঙ্ক্ষা করবে, আর আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া আর কিছু দিয়ে পূর্ণ হতে পারে না। (মুসলিম, ৪০৪ পৃ. হাদীস: ২৪১৫)
* ঘুম থেকে জাগ্রত হওয়ার পরের দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার জাদুয়াল অনুযায়ী ঘুম থেকে জাগ্রত হওয়ার পরের দোয়া” মুখস্ত করানো হবে। দোয়াটি হলো:
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي اَحْيَانَا بَعْدَ مَا اَمَاتَنَا وَاِلَيْهِ النُّشُورُ
অনুবাদ: সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে মৃত্যুর (ঘুমের) পর জীবন (জাগরণ) দান করেছেন। আর আমাদেরকে তাঁরই প্রতি প্রত্যাবর্তন করতে হবে। (বুখারী ৪/১৯৩, হাদীস: ৬৩১৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।
(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।
১. আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো।