Book Name:Imam Malik Ki Seerat
আর একটি দলকে তিরস্কার করে ইরশাদ করেন:
اِنَّ الَّذِیۡنَ یُنَادُوۡنَکَ مِنۡ وَّرَآءِ الۡحُجُرٰتِ
(পারা ২৬, সূরা হুজরাত, আয়াত ৪)
কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় ওই সব লোক, যারা আপনাকে হুজরা সমূহের বাইরে থেকে আহ্বান করে তাদের মধ্যে অধিকাংশ নির্বোধ।
অতঃপর হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সম্মান এখনও তেমনি রয়েছে, যেমনি তাঁর জাহেরী জীবনে ছিলো। একথা শুনে আবু জাফর চুপ হয়ে গেলো। অতঃপর জিজ্ঞাসা করলেন: হে আবু আব্দুল্লাহ! আমি কি কিবলার দিকে মুখ করে দোয়া করবো, না কি রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দিকে মুখ করে? বললেন: তুমি কেনো প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছো অথচ হুযুরে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তোমার এবং তোমার পিতা হযরত আদম عَلَیْہِ السَّلَام এর কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে ওসিলা স্বরূপ, বরং তুমি নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দিকেই মুখ করে তাঁর থেকে শাফায়াতের ভিক্ষা করো, অতঃপর আল্লাহ পাক আপন প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শাফায়াত কবুল করবেন।
(আশ শিফা, ২য় খন্ড, ৪১ পৃষ্ঠা) (আশিকানে রাসূলের ১৩০টি ঘটনা, ৩১ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে রাসূল! আপনারা শুনলেন যে, কোটি কোটি মালেকীদের মহান পথপ্রদর্শক হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কিরূপ মহান আশিকে রাসূল ছিলেন, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজের জন্য তো সব কিছু সহ্য করে নিতেন, কিন্তু যদি কোন ব্যক্তিকে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মসজিদ শরীফে আওয়াজকে উচ্চ করে বেআদবী করতে দেখে তবে তাঁর ঈমানী চেতনায় জোশ এসে যায়, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সেই অযৌক্তিক আচরনে চুপ থাকতে পারেন না এবং সাথেসাথেই তাকে নেকীর দাওয়াত দিয়ে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারের আদব (Manners) স্মরণ করিয়ে দেন যে, এটি ঐ সম্মানিত স্থান, যার আদব করা আমাদেরকে প্রিয় আল্লাহ তাঁর পবিত্র বাণী কুরআনে করীমে বর্ণনা করেছেন। এই ঘটনায় যেমনিভাবে হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইশকে রাসূল সম্পর্কে জানা যায়, তেমনিভাবে এই বিষয়টিও জানা যায় যে, হযরত ইমাম মালিক رَحْمَۃُ