Book Name:Gunahon ki Nahusat
করা রোযা এবং সদকা ও দান-খয়রাত (৫) হাশরের দিনে আরশের ছায়া পাওয়াতে কোণের বাস্থান ।
(মুলাখাসান মিন শরহে সুদুর, ১৪৮ পৃষ্ঠা)
লজ্জাও গুনাহ থেকে বাঁচার একটি উত্তম মাধ্যম: কোন বুযুর্গ নিজের ছেলেকে নসিহত করলেন (যার সারাংশ এটা যে) যখন গুনাহ করার সময় তোমার আসমান ও যমিনে কেউকে লাজ্জা করো না তাহলে তুমি নিজেকে নিজে চতুষ্পদের মধ্যে গণ্যনা করো। (লজ্জাশীল যুবক, ৫৮ পৃষ্ঠা)
গুনাহ থেকে বাচার অভ্যাস গড়ে তুলার জন্য গুনাহ থেকে বাঁচার উপকারীতা, সেগুলোর ক্ষতি সমূহ এবং অখিরাতের শাস্তি সম্পর্কে অধ্যয়ন করতে থাকা উচিত। এছাড়া বিভিন্ন কষ্ট ও ভোগান্তি জিনিস দেখে শিক্ষা অর্জন করা উচিত আমি যে অমুক গুনাহ করেছি যদি এর বিনিময়ে আমাকে দুনিয়াতেই (যেমন আগুণে জলা, সাঁপ বিচ্চু ইত্যাদির কামড়ে) এধরণের কষ্টে জড়িত করে দেয় যেগুলো কবর ও জাহান্নামের আযাবের কষ্ট থেকে অনেক বেশি হালকা যেটা সহ্য করতে পারবো না তাহলে দুযখের যন্ত্রণাদায়ক আযাব কিভাবে সহ্য করবো?
গুনাহের প্রতি ঘৃণা ও মুক্তি পাওয়ার একটি উত্তম মাধ্যম হলো কোন উত্তম প্ররিবেশের সাথে সম্পৃক্ত হওয়াও। اَلْحَمْدُ لِلّٰه আজকের এই ফিতনা ফ্যাসাদের যুগে আল্লাহ পাকের মাহান নিয়ামত দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশ। আপনিও দ্বীনি প্ররিবেশের সাথে সম্পৃক্ত থাকুন। اِنْ شَآءَ الله গুনাহের প্রতি ঘণা, নেকীর ভালোবাসার পাশা-পাশি দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন হবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষ করার পূর্বে সুন্নাতের ফযীলত এবং কতিপয় “সুন্নাত ও আদব” বয়ান করার সৌভাগ্য অর্জন করছি। নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালবাসলো সে (মূলত) আমাকে ভালবাসলো আর যে আমাকে ভালবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে।”
(মিশকাতুল মাসাবীহ, ২য় খন্ড, ৫৫ পৃষ্ঠা, হাদীস-১৭৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد