Gunahon ki Nahusat

Book Name:Gunahon ki Nahusat

বান্ধবদের অনান্য আত্মীয়জনদেরকে গুনাহ থেকে বাচানোর জন্য আশেকানে রাসূলের মাদানী সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশেকে আপন করে নিন কেননা দাওয়াতে ইসলামী জীবনের প্রতিটি বিষয়ে আশেকানে রাসূলকে আল্লাহ রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাফরমানি থেকে বাচার শিক্ষা দিচ্ছে আর এই বিষয় প্রত্যেক মুসলমানের পর্যন্ত পৌছানোর জন্য নিজে ভরপূর চেষ্টা করছে কারণ একটি মুহুর্ত লক্ষাধিক অংশের জন্যও সহ্য করতে পারবে না এই জন্য সর্বদা প্রত্যেক গুনাহ থেকে বাচার চেষ্টা এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে প্রবেশের চিন্তা করা চাই

নেক আমল নম্বর ২৮ এর উৎসাহ

    প্রিয় ইসলামী ভাইয়েরা! নিজেকে নিজে গুনাহ থেকে বাচা নেক আমল করার অভ্যাস গড়ে তুলার জন্য আশেকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং ১২ দ্বীনের দ্বীনি কাজের দিকে সামনে আগ্রসর হয়ে অংশ গ্রহরণ করুন اِنْ شَآءَ الله এর বরকতে নেকী করা, গুনাহ থেকে বাচা ঈমান হেফাযতের জন্য মনমাসিকতা সৃষ্টি হবে اَلْحَمْدُ لِلّٰه পনেরো শতাব্দীর মহান জ্ঞানী রুহানী ব্যক্তিত্ব শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আমাদের এই ফিতনা ফ্যাসাদের যুগে নেকী করা গুনাহ থেকে বাঁচার পদ্ধতি সম্বলিত ৭২টি নেক আমলপুস্তিকা প্রশ্নকারে দান করেছে এই পুস্তিকা প্রতিদিন পূরণ (অর্থাৎ Fill) করা অভ্যাস গড়ে তুলুন, اِنْ شَآءَ الله আপনি নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন অনুভব করবে শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাতের প্রদত্ত ৭২টি নেক আমলের মধ্যে হতে একটি নেক আমল ২৮ এটা রয়েছে যে আপনি কি আজ গুনাহ হয়ে যাওয়া অবস্থায় সাথে সাথে তাওবা করেছেন? (হায় যদি প্রতিদিন কমপক্ষে ৭০বার ইস্তিগফার যেমন اَسْتَغْفِرُ الله ৭০বার পাঠ করা সৌভাগ্য নবীব হয়ে যেতো!)

অন্তরে কালো দাগ পড়ে যায়

    হাদীসে মোবারাকায় এসেছে যে, “যখন কোন মানুষ গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। দ্বিতীয়বার গুনাহ করলে ২য় বার কালো দাগ পড়ে, এমনিভাবে তার অন্তর ধীরে ধীরে কালো হয়ে যায়। ফলে ভাল কথাও তার অন্তরে কোন প্রভাব বিস্তার করে না (দুররে মনছুর, ৮ম খন্ড, ৪৪৬ পৃষ্ঠা) এখন স্পষ্ট যে, যার অন্তরই মরিচা ধরে ও কালো হয়ে গেছে তার অন্তরে ভালো কথা, উপদেশ কিভাবে প্রভাব ফেলবে? রমযান