Gunahon ki Nahusat

Book Name:Gunahon ki Nahusat

আসে এবং আল্লাহ পাকের মন্দ বান্দা হলো নেই, যে চোগলখোরি করে, বন্ধুদের মাঝে দূরত্ব এবং নেক লোকেদের দোষ অন্বেষণ করে (মুসনাদের আহমদ, /২৯১, হাদীস নং-১৮০২০) চুগলীর ন্যায় গালাগালি থেকেও ফিতনা ফ্যাসাদ, পরস্পর ঘৃণা জন্ম নেয়, খুন খারাবী, ঝগড়া এবং খুবই ধ্বংসযজ্ঞতা হয়ে থাকে নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: মুসলমানকে গালি দেয়া, নিজেকে ধ্বংসে নিক্ষেপ করার মতোই (আত তারগীব ওয়াত তারহীব, কিতাবুল আদব, ৩য় খন্ড, ৩৭৭ পৃষ্ঠা, হাদীস নং-৪৩৬৩) অনুরূপভাবে হিংসাও খুবই মন্দ স্বভাব এবং অনেক বড় গুনাহ, হিংসুক সারা জীবন মনে কষ্টের আগুনে জলতে থাকে এবং তার প্রশান্তি নসীব হয়না, হিংসা নেকীকে এমনভাবে গ্রাস করে, যেমন আগুন লাকড়ীকে পোড়ায় এভাইে অহঙ্কারের প্রতি যদি দৃষ্টি দেয়া হয় তবে এর কারণে আল্লাহ পাক তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অসন্তুষ্টি, সৃষ্টির বিষন্নতা, হাশরের ময়দানে অপমান অপদস্ততা, প্রতিপালকের রহমত এবং জান্নাতের নেয়ামত থেকে বঞ্চিত জাহান্নামের অধিকারী হওয়ার মতো বড় বড় ক্ষতির সম্মুখিন হতে হবে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যার অন্তরে সরিষার দানা পরিমাণও অহঙ্কার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না

(সহীহ মুসলিম, কিতাবুল ঈমান, হাদীস নং-১৪৭, ৬০ পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! এই গুনাহ সমাজে কিরূপ অপকর্মের জন্ম দেয় সুতরাং গুনাহ ছোট হোক বা বড়, এর থেকে বেঁচে থাকাই নিরাপত্তা, যেমনটি হযরত বিলাল বিন সাআদ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: গুনাহ ছোট হওয়ার দিকে তাকিয়ো না বরং এটা দেখো যে, তুমি কার অবাধ্যতা করছো (আয যাওয়াজির আন ইকতিরাফিল কাবাইর, /২৭) সুতরাং যদি গুনাহের ইচ্ছা পোষণ করার সময় আমাদের এই মাদানী ভাবনা হয়ে যায় যে, আমি যেই প্রতিপালকের অবাধ্যতা করছি, তিনি তো আমাকে সর্বদা সর্ববস্থায় আমাকে দেখছেন, তবে اِنْ شَآءَ الله অনুরূপভাবে অনেকাংশে গুনাহ থেকে মুক্তি নসীব হয়ে যাবে

গুনাহ থেকে বাঁচার কিছু পদ্ধতি

    প্রিয় ইসলামী ভাইয়েরা! গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের উচিত যে কাজ করা যেগুলো আমাদেরকে গুনাহ থেকে বাধা দিবে সেটা কি কাজ আসুন সে সম্পর্কে শুনি যেমনিভাবে-