Gunahon ki Nahusat

Book Name:Gunahon ki Nahusat

    আল্লাহ পাকের বাণী:

اِنَّ الصَّلٰوۃَ تَنۡہٰی عَنِ الۡفَحۡشَآءِ وَ الۡمُنۡکَرِ ؕ

(পারা ২১, সূরা আনকাবুত: আয়াত ৪৫)

কাযুল ঈমান থেকে অনুবাদ: নিঃসন্দেহে নামায অশ্লীল মন্দ কাজ থেতে বিরত রাখে

    সদরুল আফাযিল আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নাঈম উদ্দীন মুরাদআবাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতের তাফসিরে লিখেন: যে ব্যক্তি নামাযের যত্নবান হয় এবং তা ভালোভাবে আদায় করে ফলাফল এটা হয় যে একদিন সেই ব্যক্তি মন্দকে পরিহার করে দিবে যেগুলোতে সেই জড়িত ছিলো হযরত আনাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত যে একজন নসরা যিনি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে নামায পড়তো আর অনেক কবিরা গুনাহ করতো হুযুরের নিকট এর অভিযোগ করলো তখন ইরশাদ করেন: তার নামায কোন একদিন তাকে গুনাহ থেকে বিরত রাখবে যেহেতু তিনি অনেক কাছাকাছি সময় তিনি তাওবা করেছে এবং তার অবস্থা ভালো হয়ে গেলো হযরত হাসান رَضِیَ اللهُ عَنْہُ বলেন: যার নামায তাকে অশ্লীল নিষেধাজ্ঞা কাজ থেকে বিরত না রাখে সেটা নামাযই নয়

দাড়িও গুনাহ থেকে বিরত রাখে

    প্রিয় ইসলামী ভাইয়েরা! দাড়ি আম্বিয়াগণ عَلَیْهِمُ السَّلَام এবং আমাদের প্রিয় নবী হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এত প্রিয় সুন্নাত যে এর বরকতে গুনাহ থেকে বাচতে পারেন যেমন মুফাসিসর হাকিমুল উম্মত মুফতি আহমদ আহমদ ইয়ার খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: দাড়ি পুরুষদের আনেক গুনাহ থেকে বিরত রাখে কেননা দাড়ি পুরুষদের প্রতি বুযুর্গের ভাব নিয়ে আসে সেই ব্যক্তি মন্দ কাজ করলে তার লজ্জ্বা হয় যে, যদি কেউ দেখে ফেলে তাহলে বলবে যে এমন দাড়ি আর তোমার এমন কর্ম দাড়িকেও তুমি সম্মান করোনি এই ধারণা অনেকই ফালতু কথা প্রকাশ্য মন্দ কাজ থেকে বেঁচে যায় এই পরীক্ষা যে, নামায দাড়ি আল্লাহ পাকের দয়ায় মন্দ কাজ থেকে বিরত রাখে (ইসলামী জীবন, ৯২ পৃষ্ঠা)

    হযরত শাকিক বলখী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি পাঁচটি জিনিসকে পাঁচটির মধ্যে পেয়েছি: (১) গুনাহের চিকিৎসা চাশ্‌তের নামাযে (২) কবরে আলো তাহাজ্জুদে (৩) মুনকার নকীরের উত্তর তিলাওয়াতে কুরআনে (৪) পুলসিরাতের নিরাপত সহকারে অতিক্রম