Gunahon ki Nahusat

Book Name:Gunahon ki Nahusat

চিলো কিন্তু গোপনে গুনাহ করতো যার ফলে শাস্তিতে জড়িত হয়েছে আর অন্যদিকে আমরা যে প্রকাশ্য নির্ভীকভাবে গুনাহ করছি আর একটুও লজ্জা করি না আমাদের কি হয়ে গেছে?

    হায়! একটু চিন্তা করুন! যদি এভাবে গুনাহ করতে করতে কবরে নামিয়ে দেয়া হয় আর আমাদরে উপর শাস্তি আরোপ করে দেয়া হয় তাহলে আমরা কি করবো? যদি সাঁপ-বিচ্চু কাফন ছিঁড়ে আামাদের শরীরে হামলা করে তখন কোথায় যাবো? কবরের দেয়াল একত্রিত হওয়ার কারণে আমাদের পাঁজর হাড্ডি ভেঙ্গে একটি আপরটির প্রতি ঢুকে যায় তখন কেমন গুরুতর কষ্ট হবে? এক পাথরের আঘাত পর্যন্ত সহ্য হয় না যদি ফেরাশতা হাতুড়ি মারা আরম্ভ করে দেয় তখন এই দূর্ভল হাড়ের কি হবে? গুনাহ হওয়ার কারণে আল্লাহ পাকের অসন্তুষ্টির অবস্থায় সংগঠিত শাস্তিকে একটু কল্পনা করুন...অতঃপর সিন্ধান্ত নিন যে আমরা গুনাহ থেকে বাঁচা সহজ নাকি তাঁর শাস্তি সহ্য করা সহজ...! নিঃসন্দেহে আমাদের মধ্যে হতে কেউ তাঁর শাস্তি সহ্য করার ক্ষমা রাখেনা সেই জন্য আসুন এখনও সময় আছে তাওবা করে নিয় গুনাহ থেকে বাঁচতে গিয়ে আল্লাহ পাকের অনুসরণ অনুকরণে জীবন অতিবাহিত করি এরই মধ্যে সাফল্য রয়েছে

হযরত ইবনে হাজর হায়তামী মাক্কী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হযরত ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا এর একটি বাণী কিছুটা এভাবে নকল করেন: হে গুনাহগার! তুমি গুনাহের মন্দ পরিণতি থেকে কেন নির্ভীক? অথচ গুনাহের অম্মেষণে থাকা গুনাহ করার চেয়েও বড় গুনাহ, তোমার ডানে-বামে ফেরেশতাদেরকে লজ্জা না করা গুনাহের প্রতি অটল থাকাও বড় গুনাহ অর্থাৎ তওবা ব্যতিত তোমার গুনাহের প্রতি অটল থাকা এর চেয়েও বড় গুনাহ, তুমি গুনাহ করে নেয়ার প্রতি খুশি হওয়া এবং অট্টহাসি দেয়া এর চেয়েও বড় গুনাহ অথচ তুমি জানো না যে আল্লাহ পাক তোমার সাথে কিরুপ আচর কারী? এবং তুমি গুনাহ করতে নাপারার কারণে দুঃখ প্রকাশ্য করাটা এর চেয়েও বড় গুনাহ গুনাহ করার সময় প্রচন্ড বাতাসে দরজার পর্দা উঠে যায় তখন ভয় পেয়ে যাও কিন্তু আল্লাহ পাকের দৃষ্টিকে ভয় করো না যেটা তোমার প্রতি রাখে আর তোমার এই কজটি এর চেয়েও বড় (আযওয়াজির, মুকাদ্দামা ফি তারিফুল কাবির, / ২৭)

মজলুম ও নিপীড়িত উপকারে রয়েছে:

    হযরত শায়খ আবু তালিব মক্কী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কুতুল কুলুবে বলেন: নিজের গুনাহ নয় বরং অধিকাংশ অন্যের গুনাহই জাহান্নামে প্রবেশের কারণ হবে যারা বান্দার হক বিনষ্টকারীর