Book Name:Gunahon ki Nahusat
সৈয়দ বংশীয়দের সম্মানের মাদানী ফুল
প্রিয় ইসলামী ভাইয়েরা! সৈয়দ বংশীদের সম্মান সম্পর্কে কয়েকটি মাদানী ফুল শুনার সৌভাগ্য অর্জন করছি। প্রথমেই প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দু’টি বাণী পর্যবেক্ষণ করি। (১) ইরশাদ হচ্ছে: যে আমার আহলে বাইতের মধ্যে কারো সাথে উত্তম ব্যবহার করবে, আমি কিয়ামতের দিন তাকে এর প্রতিদান দিবো। (জা’মেয়ে সগীর, ৫৩৩ পৃষ্ঠা, হাদীস নং-৮৮২১) (২) ইরশাদ হচ্ছে: যে ব্যক্তি আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্য থেকে কারো সাথে দুনিয়ায় নেকী (কল্যাণ) করবে, যখন সে কিয়ামতের দিন আমার সাথে সাক্ষাত করবে তখন তার প্রতিদান দেয়া আমার উপর আবশ্যক। (তারিখ বাগদাদ, ১০/১০২, হাদীস নং-৫২২১) * সৈয়দ বংশীয়দের সম্মান করা ফরয এবং তাদের অপমান করা হারাম। (কুফরীয়া কালেমাত কে বারে মে সওয়াল জাওয়াব, ২৭৭ পৃষ্ঠা) * সৈয়দ বংশীদের সম্মান ও আদবের আসল কারণ এটাই যে, এরা রাসূলে কায়েনাত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র শরীরের অংশ।
(সা’দাতে কিরাম কি আযমত, ৭ পৃষ্ঠা)
ঘোষণা
সৈয়দ বংশীয়দের সম্মান সম্পর্কে অবশিষ্ট গুরুত্বপূর্ণ মাদানী ফুল তারবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে, সুতরাং সেই মাদানী ফুল সমূহ জানতে তারবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ