Book Name:Gunahon ki Nahusat
মাস হোক কিংবা রমযান ব্যতীত অন্য মাস এ ধরনের মানুষের গুনাহ থেকে বেঁচে থাকাটা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায়। তার অন্তর নেকীর দিকে ঝুঁকেই না। যদিও সে নেকীর দিকে এসেও যায় তাহলে প্রায় তার অন্তর সে ময়লার কারণে নেকীর সাথে ভালভাবে লাগতে পারে না এবং সে সুন্নাতে ভরা দ্বীনি পরিবেশ থেকে পালিয়ে যাওয়ার বাহানা খোঁজার চিন্তায় ব্যস্ত থাকে। তার অন্তর তাকে দীর্ঘ আশার স্বপ্ন দেখায়, অলসতা তাকে ঘিরে রাখে, আর সেই দুর্ভাগা সুন্নাতে ভরা দ্বীনি পরিবেশ থেকে দূরে গিয়ে পড়ে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই কালো অন্তরের চিকিৎসা অত্যন্ত জরুরী এবং এই চিকিৎসার একটি কার্যকরী মাধ্যম হচ্ছে পীরে কামেল, অর্থাৎ কোন বুযুর্গ ব্যক্তির হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করা, যিনি পরহেযগার ও সুন্নাতের অনুসারী। যার সাক্ষাৎ আল্লাহ পাক ও রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর স্মরণ করিয়ে দেয়। যার কথা নামায ও সুন্নাতের প্রতি ধাবিত করে। যার সংস্পর্শ মৃত্যু ও আখিরাতের প্রস্তুতির প্রেরণা বৃদ্ধি করে। যদি এরূপ পীরে কামেল পেয়ে যায় তবে اِنْ شَآءَ الله অন্তরের কালো দাগের চিকিৎসা অবশ্যই হয়ে যাবে। (ফয়যানে সুন্নাত, ৬৭০ পৃষ্ঠা) আর আল্লাহ পাকের বিশেষ দয়া যে, তিনি প্রত্যেক যুগে যুগে তাঁর প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মতের সংশোধনের জন্য আউলিয়ায়ে কিরামদের رَحِمَہُمُ اللهُ السَّلَام সৃষ্টি করেছেন। যারা তাদের মুমিন সূলভ কৌশল ও অর্ন্তদৃষ্টির মাধ্যমে মানুষদের এই মানসিকতা প্রদান করেন যে, “আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে।” (اِنْ شَآءَ الله) বর্তমান যুগে কামিল মুর্শিদের একটি যোগ্য উদাহরণ হলেন শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ, যাঁর বিলায়তের দৃষ্টি লাখো মুসলমানের বিশেষকরে যুবকদের জীবনে পরিবর্তন সাধিত করে দিয়েছেন। যে ইসলামী ভাইয়েরা কোন পীরের মুরীদ হননি তাদের খেদমতে পরামর্শ সূলভ আরয করছি যে, নিজের দুনিয়া ও আখিরাতের কল্যাণের এই যুগের সিলসিলায়ে আলীয়া কাদেরীয়া রযবীয়ার মহান বুযুর্গ এবং মহান ইলমী ও রূহানি ব্যক্তিত্ব, শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর মুরীদ হয়ে যান। নিঃসন্দেহে মুরীদ হওয়াতে ক্ষতির কোন সম্ভাবনা নেই, উভয় জগতে اِنْ شَآءَ الله উপকারীই উপকার। কে জানে কখন তাঁর দৃষ্টি আমাদের উপর পরে যায়