Book Name:Gunahon ki Nahusat
এবং আমাদের জাহির ও বাতিনের সকল ময়লা এবং অন্তর ও চিন্তার সকল কালোত্ব ধুয়ে দেয়।
মনে রাখবেন! কোন ব্যক্তিকে সর্বদা গুনাহে লিপ্ত দেখে তার সম্পর্কে কখনোই এরূপ বলার অনুমতি নেই যে, এর অন্তরে মোহর লেগে গেছে বা এর অন্তর কালো হয়ে গেছে, তাইতো নেকীর দাওয়াত এর উপর প্রভাব বিস্তার করেনা। নিঃসন্দেহে আল্লাহ পাক এই বিষয়ের উপর ক্ষমতাবান যে, তাকে তাওবার তৌফিক দান করে দেয়ার, যাতে সে সঠিক পথের দিশা পায়। তাই কারো পিছে পরার পরিবর্তে নিজের জাহির ও বাতিনকে সজ্জিত করার চেষ্টা করুন। আল্লাহ তায়ালা আমাদের অন্তরের কালোত্বকে দূর করে দিন।
اٰمِـيـن بِجا هِ النَّبِىِّ الْاَمِيْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামী ৮০টিরও বেশী বিভাগে দ্বীনি কাজ করে যাচ্ছে, এর মধ্যে একটি বিভাগ হচ্ছে “রুহানী চিকিৎসা”, যাতে রোগী এবং পেরেশানগ্রস্থ ইসলামী ভাইদের কল্যাণ কামনায় ব্যস্ত রয়েছে। اَلْحَمْدُ لِلّٰه দুঃখগ্রস্থ উম্মতের আগ্রহের ভিত্তিতে এই বিভাগের পক্ষ থেকে প্রত্যেক মাসে প্রায় দুই লক্ষ্য চব্বিশ হাজার (২,২৪০০০) অসুস্থ্যদের ও পেরেশান গ্রস্থ লোকদেরকে প্রায় ৪ লাখের চেয়েও বেশি তাবিযাতে আত্তারিয়্যা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ফ্রীতে দেয়া হয়। তাবিযাতে আত্তারিয়্যার বরকতে কেবল কয়েকটি এলাকা বা শহরে সীমা বদ্ধ নয় বরং পাকিস্থানের সমস্ত প্রদেশসমূহের অসংখ্যা শহরে অসংখ্যা স্টল বসা হচ্ছে। এরই পাশা-পাশে অন্যান্য দেশ যেমন সাউথ আফ্রিকা, আমিরিকা, ইংলেন্ড, বাংলাদেশ এবং হিন্দী ইত্যাদিতেও তাবিযে আত্তারিয়্যা অসংখ্যা স্টলের ব্যাবস্থা রয়েছে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের উচিৎ যে, দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকা এবং দুনিয়াবী খেল তামাশায় সময় নষ্ট করার পরিবর্তে আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার জন্য অধিকহারে নেক আমল করুন। কেননা আমাদের এই জীবন খেলাধুলা এবং চিত্তবিনোদনের জন্য নয় বরং এরূপ কাজের জন্য দেয়া হয়েছে, যা সম্পাদনে রাব্বুল আনামের সন্তুষ্টি অর্জিত হবে।