Gunahon ki Nahusat

Book Name:Gunahon ki Nahusat

* ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه! আমরা মুসলমান আর প্রত্যেক মুসলমানের এই আকিদা যে মৃত্যুর পর আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে হবে আর নিজের সারা জীবনের হিসাব দিতে হবে নেকী গুনাহের উভয় পথ আমাদের সামনে রয়েছে এখন সিদ্ধান্ত আমাদের করতে হবে যে অনুসরণের পথে চলে আমরা আল্লাহ পাকের সন্তুটি চাই নাকি গুনাহতে নিমজ্জ্বিত হয়ে আল্লাহ পাকের অসন্তুষ্টি নিতে চাই মনে রাখবেন! যদি নেকীর পথে চলি তাহলে আল্লাহ পাকের সন্তুষ্টির সাথে সাথে অগণিত বরকত দ্বারাও ধন্য হয়ে যাবো আর যদি গুনাহের রাস্তাকে অবলম্বন করি তাহলে আল্লাহ পাকের নাফরমানি গুনাহের ক্ষতির কারণে অভিশাপের শিকল আমাদের ভাগ্যে জুড়বে আজকের বয়ান গুনাহের ক্ষতি সম্পর্কে শুনবো আসুন প্রথমে দুটি ঘটনা শ্রবণ করি:

নামাযী ব্যক্তির উপর আল্লাহ পাকের শাস্তি:

    হযরত আব্দুল্লাহ বিন যায়িদ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি চাঁদের প্রথম রাতে কবরস্থানের পাশ দিয়ে গমন করলাম তখন আমি একজন ব্যক্তিকে কবর থেকে বের হতে দেখলাম যে সেই শিকল টানতেছে আমি দেখলাম যে আরেকজন ব্যক্তি শিকলকে পাকড়াও করে দ্বিতীয় ব্যক্তি যিনি বাহিরে বের হয়েছে তাকে নিজের দিকে টান দিলো এবং তাকে কবরের ভিতর ডুকিয়ে দিলো অতঃপর আমি তাকে সেই মৃতকে পহার করতে দেখলাম আর মৃত বলতে ছিলো: আমি কি নামায পড়তাম না? আমি কি ফরয গোসল করতাম না? আমি কি রোযা রাখতাম না? তখন সেই পহার কারী ব্যক্তি উত্তর দিলো: হ্যা! কেন নয় (তুমি আসলে এই কাজগুলো করতে) কিন্তু যখন তুমি একা থাকতে তখন সেই সময় আল্লাহ পাককে ভয় করতে না

শবে কদরেও শাস্তি:

    হযরত ইবনে হাজর হাইতামী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: অনুরুপ একটি ঘটনা আমার সাথে সংগঠিত হয়ে ছিলো: এমন হলো যে যখন আমি ছোট ছিলাম তখন নিয়মিত আমার পিতার কবরে হাজিরী দিতাম আর কুরআনে পাকের তিলাওয়াত করতাম। একবার রমযানুল