Book Name:Sharm o Haya Social Media Ka Ghalat Istimal
থেকে শিক্ষা গ্রহন করে চাদর এবং চার দেয়ালের মধ্যেই থাকাকে নিজের অভ্যাসে পরিনত করা, কেননা তাঁরাই সেই পবিত্রতম নারী স্বত্বা, যাদের মধ্যে লাজ-লজ্জার মূল পদার্থটি অধিকহারে ছিলো। বিশেষত প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় শাহাজাদী খাতুনে জান্নাত رَضِیَ اللهُ عَنْہَا এর লজ্জার অবস্থা তো দেখার মতো এবং অনুস্বরণীয় দৃষ্টান্ত। আসুন! শাহাজাদীয়ে কাওনাঈন সায়্যিদা বিবি ফাতিমা رَضِیَ اللهُ عَنْہَا এর অতুলনীয় লাজ-লজ্জা সম্পর্কীত একটি ঈমান তাজাকারী ঘটনা শ্রবণ করি।
সুলতানে মদীনা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জাহেরী (প্রকাশ্য) ওফাতের পর খাতুনে জান্নাত, শাহাজাদীয়ে কওনাইন, হযরত ফাতেমাতুয যাহারা رَضِیَ اللهُ عَنْہَا এর হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বিরহ এমনভাবে পেয়ে বসেছিলো যে, তাঁর ঠোঁটে মুচকি হাসি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিলো! তাঁর ওফাতের পূর্বে শুধুমাত্র একবারই মুচকি হাসতে দেখা গিয়েছিলো। এই ঘটনাটা কিছুটা এরূপ, হযরত খাতুনে জান্নাত رَضِیَ اللهُ عَنْہَا এর এই উদ্বেগ ছিলো যে, আমি তো সারা জীবন পর-পুরুষের দৃষ্টি থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছি, এখন যদি মৃত্যুর পর আমার কাফন পরিহিত লাশে মানুষের দৃষ্টি পড়ে যায়! কোন এক সময় হযরত আসমা বিনতে উমাইস رَضِیَ اللهُ عَنْہَا বলেন: আমি হাবশায় দেখেছি যে, জানাযার সাথে গাছের ডাল বেঁধে দোলনার মতো বানিয়ে তার উপর পর্দা লাগিয়ে দেয়া হয়েছিলো। অতঃপর আমি খেজুরের ডাল আনিয়ে, তা জুড়ে তার উপর কাপড় লাগিয়ে সায়্যিদা খাতুনে জান্নাত رَضِیَ اللهُ عَنْہَا কে দেখালাম। তিনি খুবই খুশি হলেন এবং ঠোঁেট মুচকি হাসি এসে গিয়েছিলো। ব্যস এই এক মুচকি হাসিই ছিলো যা হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জাহেরী ওফাতের পর দেখা গিয়েছিলো।
(জযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, ১৫৯ পৃষ্ঠা)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো যে, প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জাহেরী ওফাতের পর হযরত ফাতেমাতুয যাহারা رَضِیَ اللهُ عَنْہَا এর মাঝে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বিরহ প্রাধান্য বিস্তার করেছিলো, কিন্তু তারপরও তিনি رَضِیَ اللهُ عَنْہَا শেষ নিঃশ্বাস পর্যন্ত লজ্জার চাদর শক্তভাবে আকঁড়ে ধরেছিলেন। তাঁর শুধু