Sharm o Haya Social Media Ka Ghalat Istimal

Book Name:Sharm o Haya Social Media Ka Ghalat Istimal

ইন্টারনেটের ধ্বংসলীলা

    প্রিয় ইসলামী ভাইয়েরা! সোশ্যাল মিডিয়ার উদাহরণ একটি ছুরির ন্যায়, যার সঠিক এবং ভুল উভয় ব্যবহার রয়েছে, কিন্তু আফসোস! আমাদের সমাজে সোশ্যাল মিডিয়ার ভুল ব্যবহার অনেক বেশি, সোশ্যাল মিডিয়ায় বিদ্যমান অশ্লিল বিষয়াদী এবং কাহিনী, অশ্লিল ছবি এবং মানবিক চাহিদাকে বিভ্রান্তকারী অশ্লিল ভিডিও যুব সমাজের চরিত্র আচরণ এবং অভ্যাসকে ধ্বংস করে দিচ্ছে, সারা রাত সোশ্যাল মিডিয়ায় নির্মমভাবে নিজের টাকা এবং মূল্যবান সময় নষ্ট করা, মিথ্যা বলা, মানুষকে ধোকা দেয়া, ব্লাকমেইল করার মতো মন্দ কাজ সমূহ আমাদের সমাজে যুবকদের মাঝে দ্রুততার সাথে প্রসার হচ্ছে, পূর্বে তো সোশ্যাল মিডিয়ার ব্যবহার সীমাবদ্ধ ছিলো, কিন্তু যখনই এই সুবিধা মোবাইলে এসেছে, তখন অল্প বয়সি শিশুরাও এই রোগে আক্রান্ত হয়ে নিজের ভবিষ্যতকে নষ্ট করছে, এই রোগে আক্রান্ত যুব সমাজ শিক্ষা থেকে বঞ্চিত হয়ে সমাজে কোন গুরুত্বপূর্ণ মর্যাদা পাওয়ার পরিবর্তে চরিত্র বিচার বুদ্ধি হারিয়ে সমাজে অপমান অপদস্ত হতে দেখা যাচ্ছে আসুন! সোশ্যাল মিডিয়ার কিছু ক্ষতি সম্পর্কে শ্রবণ করি

সোশ্যাল মিডিয়ার ধ্বংসলীলা

(১) ধর্মীয় ক্ষতি:

    অক্টোবর ২০১৭ ইং এর মাসিক ফয়যানে মদীনা ৩৩ পৃষ্ঠায় রয়েছে: সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের গুনাহ সমূহ বিশেষ করে কুদৃষ্টি থেকে বাঁচা খুবই কঠিন, যেহেতু সোশ্যাল মিডিয়ায় বদ মাযহাব এবং বেদ্বীন লোকেদের অধিকহারে পাওয়া যায়, তাই অনেক সময় একজন সাধারণ মুসলমানের তাদের প্ররোচনায় এসে পথভ্রষ্ট বা বেদ্বীন হওয়ার খুবই সম্ভাবনা থাকে

(২) শারীরিক ক্ষতি:

    সোশ্যাল মিডিয়া একাউন্টস হয়তো মোবাইলে ব্যবহার করা হয় অথবা কম্পিউটারে এবং উভয়েই বিশেষকরে দৃষ্টির উপর তাছাড়া ব্যবহারের পদ্ধতি সঠিক না হওয়ার কারণে শরীরের পেশীতে মন্দ প্রভাব পরে

(৩) শিক্ষাগত ক্ষতি:

    শিক্ষা তা দ্বীনি হোক বা দুনিয়াবী, এতে সফলতার জন্য সময়ের সঠিক ব্যবহার খুবই আবশ্যক এবং সোশ্যাল মিডিয়া এর চেয়ে বেশি সময় নষ্টকারী সম্ভবত অন্য আর