Book Name:Sharm o Haya Social Media Ka Ghalat Istimal
(৬) জ্ঞান ও প্রজ্ঞায় ভরা অনুষ্ঠান:
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাদানী চ্যানেলের ঈমানোদ্দীপক তথ্য সমৃদ্ধ ও রূহানী অনুষ্ঠান সমূহের শর্ট ক্লিপ, অনুরূপভাবে মাদানী চ্যানেলের সরাসরি অনুষ্ঠানও দেখা ও শুনা যায়।
(৭) দা’ওয়াতে ইসলামীর সাম্প্রতিক তথ্যাবলী:
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামীর সাম্প্রতিক তথ্য সম্পর্কে অবহিত হওয়া যায়। এই জন্য দাওয়াতে ইসলামীর “দিন-রাত বিভাগে”র ওয়েবসাইট www.news.dawateislami.net ভিজিট করুন।
(৮) মাকতাবাতুল মদীনার প্রকাশিত কিতাব ও রিসালা অধ্যয়ন:
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাকতাবাতুল মদীনা থেকে প্রকাশিত অসংখ্য কিতাব ও রিসালাও সহজে অধ্যয়ন করা যায়।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে রাসূল! اَلْحَمْدُ لِلّٰه দা’ওয়াতে ইসলামী দুনিয়া জুড়ে প্রায় ৮০টিরও বিভাগে নেকীর দাওয়াতের সাড়া জাগিয়ে যাচ্ছে, যার মধ্যে একটি হচ্ছে “মাকতাবাতুল মদীনা”। اَلْحَمْدُ لِلّٰه মাকতাবাতুল মদীনা থেকে যেমনিভাবে সুন্নাতে ভরা বয়ান সমূহ এবং মেমোরী কার্ড দুনিয়া জুড়ে পৌঁছানো হচ্ছে, তেমনিভাবে হুযুরে আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমীরে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এবং আল মদীনাতুল ইলমিয়ার কিতাবও প্রকাশনায় সমৃদ্ধ হয়ে লাখো লাখ মানুষের হাতে পৌঁছে সুন্নাতের মাদানী ফুল বিলিয়ে যাচ্ছে।
اَلْحَمْدُ لِلّٰه আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর ফয়যানের বরকতে “মাকতাবাতুল মদীনা আল আরবীয়া”ও প্রতিষ্ঠিত হয়েছে, যেখান থেকে সুলভ মূল্যে আরবী কিতাব সংগ্রহ করা যাবে। আল্লাহ পাক মাকতাবাতুল মদীনাকে উত্তোরোত্তর সাফল্য দান করুক।
اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد