Book Name:Sharm o Haya Social Media Ka Ghalat Istimal
ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! ইসলামে লজ্জা ও শরমকে অনেক গুরুত্ব দেয়া হয়েছে। লজ্জার গুরুত্বকে জাগ্রত করতে গিয়ে লজ্জা ও শরমের শিক্ষা প্রদানকারী প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَلْاِيمَانُ بِضْعٌ وَّسَبْعُونَ شُعْبَةً،وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الْاِيمَانِ অর্থাৎ ঈমানের সত্তরটিরও (৭০) বেশি অংশ রয়েছে এবং লজ্জা ঈমানের একটি অংশ। (মুসলিম, কিতাবুল ঈমান, ৪৫ পৃষ্ঠা, হাদীস: ৩৫)
হকীমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: শুধুমাত্র প্রকাশ্যভাবে নেকী করা এবং মুখে লজ্জার স্বীকার করা পরিপূর্ণ লজ্জা নয় বরং প্রকাশ্য এবং গোপনিয় অঙ্গকে গুনাহ থেকে বাঁচানোই হচ্ছে লজ্জা। সুতরাং মাথাকে আল্লাহ পাক ছাড়া অন্য কারো সিজদা থেকে বাচাঁন, অভ্যন্তরীন মগজকে রিয়া (লৌকিকতা) এবং অহঙ্কার থেকে বাঁচান, জিহবা, চোখ এবং কানকে নাজায়িয বলা, দেখা ও শুনা থেকে বাঁচান, এটি হলো মাথার নিরাপত্তা। পেটকে হারাম খাবার থেকে, লজ্জাস্থানকে অপকর্ম থেকে, মনকে মন্দ চাহিদা থেকে নিরাপদ রাখুন, এটা হলো পেটের নিরাপত্তা। সত্য তো এটাই যে, নেয়ামত হলো প্রতিপালকের দান এবং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দয়া (দয়ার দৃষ্টি) তেই নসীব হতে পারে। (মিরাতুল মানাজিহ, ২/৪৪০)
মনে রাখবেন! লজ্জা এমন একটি গুণ, যা মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর বান্দাদের জাহির ও বাতিনকে পরিশুদ্ধকারী নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اِذَا لَمْ تَسْتَحْیِ فَاصْنَعْ مَا شِئْتَ অর্থাৎ তোমার লজ্জা না থাকলে তবে তুমি যা ইচ্ছা করো।
(বুখারী, কিতাবু আহাদীসিল আম্বিয়া, ৫৬তম অধ্যায়, ২/৪৭০, হাদীস: ৩৪৮৪)