Book Name:Sharm o Haya Social Media Ka Ghalat Istimal
কিছু নাই। ভবিষ্যতে হয়তো উম্মত বিশুদ্ধ ওলামা, ভাল ডাক্তার, ইঞ্জিনিয়ার পাবে না (কেননা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে ছাত্রদের অধিকাংশ সময় তো নষ্ট হয়ে যাচ্ছে।)
যদিও সোশ্যাল মিডিয়ার কারণে এক স্থানে বসে পুরো দুনিয়ায় যেকোন সময় যোগাযোগ করা যায়, কিন্তু আপনজনদের থেকে দূরত্ব বেড়ে গেছে, মা, বাবা এবং সন্তান আপন আপন সোশ্যাল মিডিয়া একাউন্টে ব্যস্ত থাকে এবং একে অপরকে সময়ও দিতে পারে না।
বিভিন্ন প্যাকেজ ইত্যাদির কারণে অনেক টাকা নষ্ট হয়ে যাচ্ছে। এই সময় ও টাকার সঠিক ব্যবহার করে অর্থনৈতিকভাবে নিজেকে অনেক শক্তিশালী করা যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের সময়ের গুরুত্ব দেয়া নসীব করুক। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
(মাসিক ফয়যানে মদীনা, অক্টোবর ২০১৭ ইং, ৩৩ পৃষ্ঠা)
হে আশিকানে রাসূল! আপনারা শুনলেন যে, সোশ্যাল মিডিয়ার কিরূপ ধ্বংসযজ্ঞতা রয়েছে এবং এর কারণে সমাজে কি ধরনের অপরাধ মাথা তুলে দাঁড়াচ্ছে। সুতারাং চতুরতা এতেই যে কাজ কর্ম থেকে অবসর হয়ে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করার পরিবর্তে নিজের পরিবারের লোকজনকে সময় দেয়া, ইবাদত ও রিয়াযত, যিকির ও দরূদ, আখিরাতের চিন্তা, পিতা-মাতার আনুগত্য, সন্তানের দ্বীনি প্রশিক্ষণ, দ্বীনি কাজে ব্যস্ততা, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এবং মাকতাবাতুল মদীনার কিতাব সমূহ অধ্যয়ন করাতে সময় অতিবাহিত করা। হ্যাঁ! যাদের জন্য আসলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করা প্রয়োজন, যেমন; সাংগঠনিক যিম্মাদারগন, অনুরূপভাবে জ্ঞান পিপাসু ব্যক্তিত্ব ইত্যাদি তবে তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করাতে সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন! এতেও এই সতর্কতা আবশ্যক যে, যতটুকু প্রয়োজন শুধুমাত্র ততটুকুই ব্যবহার করা, এমন যেনো না হয়, শয়তান এর উপর ভিত্তি করে অপ্রয়োজনে বা ভুল ব্যবহারের দিকে নিয়ে যায়।