Book Name:Sharm o Haya Social Media Ka Ghalat Istimal
শরম তাদের শিরায় শিরায় ছড়িয়ে ছিলো। আসুন! উৎসাহ গ্রহনার্থে আল্লাহ পাকের দানক্রমে অদৃশ্যের সংবাদ প্রদানকারী রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় সাহাবী ও তৃতীয় খলীফা হযরত ওসমানে গনী رَضِیَ اللهُ عَنْہُ এর লাজ-লজ্জার একটি ঈমান তাজাকারী ঘটনা শ্রবণ করি:
হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ
اللهُ عَنْہَا বলেন: একদিন প্রিয় নবী صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর ঘরে শুয়ে ছিলেন এবং তখন তাঁর রান বা হাঁটু মুবারক থেকে কাপড় সরে গিয়েছিলো। তখন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ
اللهُ عَنْہُ এলেন এবং তিনি ভেতরে আসার অনুমতি প্রার্থনা করলেন। আমিরুল মুমিনিন হযরত সিদ্দিকে আকবর رَضِیَ
اللهُ عَنْہُ কে ভালবাসা পোষনকারী প্রিয় নবী صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে ডাকলেন এবং তিনি ভেতরে আসলেন কিন্তু আসমান সমূহের ভ্রমনকারী হুযুর صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেইভাবেই শুয়ে ছিলেন আর কথাবার্তা বলতে লাগলেন। এরপর হযরত ওমর رَضِیَ
اللهُ عَنْہُ ও আসলেন। তিনি ভেতরে আসার অনুমতি প্রার্থনা করলেন, ফারুখে আযম رَضِیَ
اللهُ عَنْہُ এর প্রতি অনুগ্রহকারী প্রিয় নবী صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকেও অনুমতি দিলেন এবং তিনিও ভেতরে এলেন, কিন্তু তখনো হুযুর صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেভাবেই শুয়ে ছিলেন অর্থাৎ রান বা হাঁটু থেকে কাপড় সরেই ছিলো। অতঃপর ধাই হালিমা رَضِیَ
اللهُ عَنْہَا এর ভাগ্য সুপ্রন্নকারী রাসূল صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর তৃতীয় খলীফা হযরত ওসমানে গনী رَضِیَ
اللهُ عَنْہُ এলেন এবং তিনি رَضِیَ اللهُ عَنْہُ ভেতরে আসার অনুমতি প্রার্থনা করলেন, তখন প্রতিপালক থেকে নেয়ামত আনয়নকারী হুযুর صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উঠে বসলেন ও কাপড় ঠিক করে নিলেন। এরপর হযরত ওসমানে গনী
رَضِیَ اللهُ عَنْہُ কে ভেতরে আসার অনুমতি দিলেন।
উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দীকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: যখন তাঁরা চলে গেলেন তখন আমি অসহায়দের সহায় হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে জিজ্ঞাসা করলাম: ইয়া রাসুলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! এমন কি কারণ ছিলো যে, আমার সম্মানিত পিতা সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এলেন কিন্তু আপনি পূর্বের ন্যায় শুয়ে ছিলেন এবং কোন নড়াচড়াও করলেন না। কিন্তু যখন হযরত ওসমানে গনী رَضِیَ اللهُ عَنْہُ এলেন তখন আপনি উঠে বসে গেলেন এবং কাপড় ঠিক করে নিলেন? হযরত আয়েশা সিদ্দীকা رَضِیَ اللهُ عَنْہَا এর এই প্রশ্নের