Book Name:Sharm o Haya Social Media Ka Ghalat Istimal
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! সৎ সঙ্গ লাভ সম্পর্কে মাদানী ফুল শুনার সৌভাগ্য অর্জন করি । প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুইটি বাণী লক্ষ্য করুন। (১): ইরশাদ করেন: “اَلْمَرْءُ مَعَ مَنْ اَحَبَّ” অর্থাৎ মানুষ তারই সঙ্গে হবে যাকে সেই ভালোবাসে। (মুসলিম, ১০৮৮, হাদীস: ৬৭১৮) (২) ইরশাদ করেন: “اَلْمَرْءُ عَلیٰ دِیْنِ خَلِیْلِہِ فَلْیَنْظُرْ اَحَدُ کُمْ مَنْ یُّخَالِلُ” অর্থাৎ মানুষ নিজের সঙ্গির দ্বীন ও তার নিয়ম-রীতির উপর হয় থাকে। এই জন্য তার দেখা জরুরী যে সেই কার সাথে বন্ধুত্ব রাখে। (মুসনাদে ইমাম আহমদ, মুসনাদে আবি হোরায়রা, ৩/ ২৩৩, হাদীস: ৮৪২৫) * সৎ-অসৎ সঙ্গিদের উদাহরণ কন্তুরী বহন করা এবং ভাট্টি চালানো কারীর মত। কন্তুরী বহনকারী তোমাকে তেমনই দিবে বা তুমি তার থেকে কিছু ক্রয় করে নিবে অথবা তার থেকে ভালো সুগন্ধী পাবে আর ভাট্টি চালানোকারী হয়তো তোমার কাপড় জালিয়ে দিবে কিংবা তার কাছ থেকে গন্ধ পাবে। (মুসলিম, ১০৮৪, হাদীস: ৬৬৯৬) * হাদীসে পাকে ইরশাদ করেন: বড়দের সংস্পর্শে বসো এবং উলামাদের কাছ থেকে প্রশ্ন করো এবং শসকদের সাথে যোগাযোগ রাখো। (মুজামুল কবীর, ২২/ ১২৫)
ঘোষাণা
সৎ সঙ্গের অবশিষ্ট মাদীন ফুল তরবিয়্যতী হালকাতে বর্ণনা করা হবে। এই জন্য এগুলো জানার জন্য তরবিয়্যতী হালকাতে অবশ্যয় অংশ গ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ