Sharm o Haya Social Media Ka Ghalat Istimal

Book Name:Sharm o Haya Social Media Ka Ghalat Istimal

উত্তরে আমরা গুনাহগারদের শাফায়াতকারী প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: আমি কি সেই ব্যক্তিকে লজ্জা করবো না, যাকে ফিরিশতারাও লজ্জা করে (মুসলিম, ১৩০৭ পৃষ্ঠা, হাদীস: ২৪০২)

    বর্ণনাকৃত হাদীসে পাকে রান মুবারক থেকে কাপড় সরে পরার উল্লেখ রয়েছে, এর ব্যাখ্যা দিতে গিয়ে হাকীমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এর অর্থ এই নয় যে, (রান) একেবারেই নগ্ন ছিলো, এর অর্থ এরূপ হতে পারে যে, রান থেকে জামা সরে গিয়েছিলে, তেহবন্দ শরীফ আপন স্থানেই ছিলো (মিরাতুল মানাজিহ, /৩৯২)

    হে আশিকানে সাহাবা আহলে বাইত! আমিরুল মুমিনিন হযরত ওসমানে গনী رَضِیَ اللهُ عَنْہُ এর শরম লজ্জা সম্পর্কে কি আর বলবো যে, উম্মতকে সুসংবাদ প্রদানকারী প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে লজ্জা করতেন তিনি رَضِیَ اللهُ عَنْہُ খুবই উত্তম গুণাবলী সম্পন্ন ছিলেন, এমনকি জাহেলিয়্যতের যুগেও তিনি رَضِیَ اللهُ عَنْہُ অনেক মন্দ কাজ থেকে দূরে ছিলেন, তিনি رَضِیَ اللهُ عَنْہُ স্বয়ং নিজের সম্পর্কে বলেন: আমি না কখনো অহেতুক গান গুনগুন করেছি আর না এর আশা করেছি, জাহেলিয়্যতের যুগ এবং ইসলামী যুগ উভয় যুগে কখনো মদ পান করিনি এবং যখন থেকে আমি অতীব সুন্দরময় প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট বাইয়াত হয়েছি, তখন থেকে আমার ডান হাতে আমার লজ্জাস্থান স্পর্শ করিনি

(তারিখ ইবনে আসাকির, ৩৯/২২৫)

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর লাজ-লজ্জা

    প্রিয় আশিকানে রাসূল! ভাবুন তো একবার! যেখানে একজন সাহাবীর লাজ-লজ্জার এই অবস্থা, সেখানে স্বয়ং লাজ-লজ্জার প্রতিবিম্ব হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর লজ্জাশীলতার কি অবস্থা হবে যেমনটি;

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর লজ্জাশীলতা সম্পর্কে প্রসিদ্ধ সাহাবী হযরত আবু সাঈদ খুদুরী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: প্রিয় নবী, রাসূলে আরবী, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চাইতেও বেশী লজ্জাশীল ছিলেন, যেমন কোন কুমারী নারী পর্দার মধ্যে লজ্জাবতী হয়ে থাকে (মিশকাত, /৩৪৫, হাদীস: ৫৮১৩)