Sharm o Haya Social Media Ka Ghalat Istimal

Book Name:Sharm o Haya Social Media Ka Ghalat Istimal

এই ভাবনাই ছিলো যে, যেন মৃত্যুর পর আমার কাফন কোন পর-পুরুষের নজরে না পড়ে

সন্তান হারিয়েছি, লজ্জা হারায়নি!

    অনুরূপভাবে সাহাবীয়ায়ে রাসুল হযরত উম্মে খাল্লাদ رَضِیَ اللهُ عَنْہَا এর একটি ঘটনা রয়েছে যে, এক যুদ্ধে তাঁর ছেলে শহীদ হয়ে গেলো তিনি رَضِیَ اللهُ عَنْہَا ব্যাপারে জানার জন্য চেহারায় নেকাব লাগিয়ে পর্দা সহকারে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলেন, এতে কেউ আশ্চার্য হয়ে বললেন: এমন মুহুর্তেও আপনি মুখে নেকাব পড়ে আছেন! তিনি رَضِیَ اللهُ عَنْہَا বলতে লাগলেন: আমি সন্তান হারিয়েছি ঠিকই, লজ্জা শরম হারায়নি (সুনানে আবী দাউদ, ৩য় খন্ড, পৃষ্ঠা, হাদীস: ২৪৮৮)

    হে আশিকানে সাহাবা আহলে বাইত! শুনলেন তো আপনারা যে, সন্তান শহীদ হওয়ার পরও উম্মে খাল্লাদ رَضِیَ اللهُ عَنْہَاপর্দা ঠিক রেখেছেন কিন্তু আফসোস! বর্তমানে সর্বত্র বেপর্দা অশ্লিলতা তার গোড়াপত্তন করে রেখেছে মনে রাখবেন! শয়তান এটিই চায় যে, যেকোনভাবে নারীকে বেপর্দা করে লাজ-লজ্জাকে ভেঙ্গে চুরমার করে দেয়া এবং পুরুষদের কুদৃষ্টির আপদে নিক্ষেপ করে তাদেরকেও আল্লাহ পাকের অসন্তুষ্টি এবং জাহান্নামের আযাবের যোগ্য বানিয়ে দেয়া

লোহার পেরেক

    হযরত মাকীল বিন ইয়াসার رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, নবীয়ে করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: তোমাদের মধ্যে কারো মাথায় লোহার পেরেক গেঁথে দেয়া এটা এর চেয়ে উত্তম যে, সে এমন কোন মহিলাকে স্পর্শ করবে, যা তার জন্য হালাল নয় (মুজামুল কবীর, ২০/২১১, হাদীস: ৪৮৬) অপর এক বর্ণনায় এমনও বর্ণিত হয়েছে, যে কোন পরনারীর সাথে হাত মিলালো, তবে সে কিয়ামতের দিন এই অবস্থায় আসবে যে, তার হাত আগুনের শিখল দ্বারা গর্দানের সাথে বাধা থাকবে

(কুররাতুল উয়ুন, ৩৮৯ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد