Yaad e Ilahi Aur Is Kay Tarika

Book Name:Yaad e Ilahi Aur Is Kay Tarika

আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী আমল

    ইমাম কুশাইরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: আমরা ওস্তাদ সাহেব বলেন: لَا یَصِلُ اَحَدٌ اِلَی اللهِ اِلَّا بِدَوَامِ الذِّکْرِ অর্থাৎ বান্দা আল্লাহ পাক পর্যন্ত শুধুমাত্র আল্লাহ পাকের যিকিরের উপর সর্বদা অটল থাকার মাধ্যমেই পৌঁছতে পারে

(রিসালায়ে কুশায়রিয়া, ২৫৬ পৃষ্ঠা)

গোলামকে বাদশাহে পরিণতকারী আমল

    প্রসিদ্ধ সুফি বুযুর্গ হযরত মাওলানা রুমি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন:

গর তু খাওয়াহি যিস্তান বা আবরো        যিকরে উকুন যিকরে উকুন যিকরে

হার গদা রা যিকরে সুলতাঁ কুন্দ       যিকরে বাস যাইওয়ারি ঈমাঁ বাওয়াদ

হার কিহ দেওয়ানাহ দার যিকরে হক      যেরে পায়িশ আরশ ওয়া কুরসি নুহ তাবাক

    সারাংশ: সম্মানের জীবন অতিবাহিত করতে চাও তবে আল্লাহ পাকের যিকির করো! আল্লাহ পাকের যিকির করো! আল্লাহ পাকের যিকির করো! আল্লাহ পাকের যিকির ভিক্ষুককে বাদশাহ বানিয়ে দেয়, মোটকথা কথা হলো আল্লাহ পাকের যিকির ঈমানের অলংকার, যে আল্লাহ পাকের যিকিরের পাগলপারা হয়ে যায়, আরশ কুরসি সমস্ত সৃষ্টি তার অধীনস্থ হয়ে যায়

অধিকহারে আল্লাহ পাকের যিকির করা সুন্নাতে মুস্তফা

    উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা, তায়্যিবা, তাহিরা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সব সময় আল্লাহ পাকের যিকিরে মশগুল থাকতেন (বুখারী, ২২১ পৃষ্ঠা)

    মাকতাবাতুল মদীনার কিতাব সীরতে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তে রয়েছে: নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمর পবিত্র স্বভাব ছিলো * উঠতে বসতে * চলতে ফিরতে * খেতে পান করতে * ঘুমাতে আর ঘুম থেকে জাগ্রত হতে * নতুন কাপড় পরিধান করতে * আরোহন করতে * যানবাহন থেকে নামতে * সফরে যেতে * সফর থেকে ফিরে আসতে * মসজিদে আসতে যেতে * প্রবল বাতাস, বৃষ্টি, বিদ্যুৎ চমকানোর সময় মোটকথা সর্বদা আল্লাহ পাকের যিকির অব্যাহত রাখতেন এবং বিভিন্ন দোয়া ও ওযীফা মুখে রাখতেন * আনন্দ ও পেরেশানীর সময় * সকাল থেকে সন্ধা পর্যন্ত মোটকথা এমন কোন সময় ছিলো না যে, নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কোন দোয়া করতেন না * শুধু