Yaad e Ilahi Aur Is Kay Tarika

Book Name:Yaad e Ilahi Aur Is Kay Tarika

জন্য তাশরিফ আনছিলেন, উভয়ে খুবই অবাক হলো যে, এসব কি হচ্ছে? বিড়ালেরা তাঁর মৃত্যুর কথা বলছিলো, তিনি তো জীবিত সুস্থ আছেন শায়খ আবুল হাসান নুরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁদের অবাক হওয়া দেখে বললেন: কি হলো? আপনারা অবাক হচ্ছেন কেন? দরবেশ বিড়ালদের ঘটনা খুলে বললেন শায়খ আবুল হাসান নুরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: বিড়ালেরা সত্য বলেছে আমি কিছুক্ষণের জন্য আল্লাহ পাকের যিকির থেকে উদাসিন ছিলাম, ব্যস ঐসময়ে যমিন আসমানে এটি ঘোষণা করা হলো যে, আবুল হাসান ইন্তেকাল করেছে, জিন মানুষ ব্যতীত সকল সৃষ্টিরা এই আওয়াজ শুনেছে অতঃপর বললেন: আমার উপর উদাসিনতা কিছুক্ষণের জন্য ছিলো, اَلْحَمْدُ لِلّٰه! আমার পূনরায় যিকিরের নেয়ামত নসীব হয়েছে (মাকাসিদুস সালিকিন, ১৮৭, ১৮৮ পৃষ্ঠা)

    হে আশিকানে রাসূল! এটি হলো যিকির আর এটি হলো উদাসিনতা! যিকিরকারী সত্যিকার্থে জীবিত পক্ষান্তরে উদাসিন লোক হলো মৃত

উদাসিনের উপর শয়তান নিযুক্ত করে দেয়া হয়

    আল্লাহ পাক কুরআনে করিমে ইরশাদ করেন:

وَ مَنۡ یَّعۡشُ عَنۡ ذِکۡرِ الرَّحۡمٰنِ نُقَیِّضۡ لَہٗ  شَیۡطٰنًا  فَہُوَ  لَہٗ  قَرِیۡنٌ

(পারা ২৫, সূরা যুখরুফ, আয়াত: ৩৬)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আর যে পরম দয়াময়ের স্মরণ থেকে বিমুখ হয়, আমি তার জন্য একটা শয়তান নিয়োগ করি, যাতে সে তার সাথী হয়েই থাকে

    আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: শয়তানের হুল মানুষের অন্তরে হয়ে থাকে, যখন বান্দা আল্লাহ পাকের যিকির করে তখন সেটা সঙ্কোচিত হয়ে যায়, আর যদি সে আল্লাহ পাকের যিকির থেকে উদাসিন হয় তখন শয়তান তার অন্তরকে লোকমা বানিয়ে নেয় (মুসনদে আবি ইয়ালা, খন্ড: , পৃষ্ঠা ৩৭৬, হাদীস: ৪৩০১)

মাথার উপর একটা কালো কাক বসা ছিলো

    বর্ণিত আছে, এক মুসলমান জ্বিন হযরত ইমাম আবুল কাসিম কুশাইরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِর বন্ধু ছিলো, একদিন এরা উভয়ে মসজিদে বসা ছিলো আর লোকেরা সেখানে উপস্থিত ছিলো, মুসলমান জ্বিন বলল: আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? ইমাম কুশাইরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ