Yaad e Ilahi Aur Is Kay Tarika

Book Name:Yaad e Ilahi Aur Is Kay Tarika

যিকিরের কেমন বরকত (মিরাতুল মানাজিহ, /৩২০) * অধিকহারে আল্লাহ পাকের যিকির করো, আল্লাহ পাকের বিশেষ বান্দা হয়ে যাবে (রাবী কে সুওয়ালাত অর আরবী আক্বা কে জাওয়াবাত, পৃষ্ঠা) * হযরত সুলায়মান عَلَیْہِ السَّلَام বলেন: মোরগ বলে: اُذْکُرُوا اللهَ یَا غَافِلِیْن অর্থাৎ হে উদাসিনরা! আল্লাহর যিকির করো (ফয়যুল কদীর, /৪৮৮ হাদীসের ব্যাখ্যা: ৬৯৫ পৃষ্ঠা) (প্রাগুক্ত: ৩৯ পৃষ্ঠা) * দরূদে পাক এমন আমল যে স্বয়ং আল্লাহ পাক করে থাকেন (দরূদ সালামের সমাহার, ১৭ পৃষ্ঠা) * যদি এমন কোন কাজ থাকে যেটা আল্লাহ পাকেরও, ফেরেশতারাও করে থাকে এবং মুসলমানদেরকেও এটার নির্দেশ দেয়া হয় তো সেটা হলো শুধুমাত্র প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উপর দরূদ প্রেরণ করা (দরূদ সালামের সমাহার, ২০ পৃষ্ঠা)

ঘোষণা

     যিকির দরূদের অবশিষ্ট মাদানী ফুল তরবিয়্যতি হালকায় বলা হবে সুতরাং সেগুলো জানার জন্য অবশ্যই তরবিয়্যতি হালকায় অংশগ্রহন করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত

৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া

(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ

الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

            বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন

(আফযালুস সালাওয়াতি লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)

(২) সমস্ত গুনাহের ক্ষমা:

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍوَّعَلٰى اٰلِهٖ وَسَلِّمْ