Book Name:Yaad e Ilahi Aur Is Kay Tarika
১২ দ্বীনি কাজের মধ্যে একটি কাজ: দরস
হে আশিকানে রাসূল! নেকীর আগ্রহ অর্জন করতে, গুনাহ থেকে বেঁচে থাকতে এবং আল্লাহ পাকের যিকিরের অভ্যাস গড়ার জন্য আশিকানে রাসূলের মাদানী সংগঠন দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং যেলি হালকার ১২টি দ্বীনি কাজের মধ্যে খুব বেশি বেশি অংশগ্রহন করুন। اِنْ شَآءَالله দ্বীন ও দুনিয়ায় অসংখ্য বরকত নসীব হবে।
যেলি হালকা ১২ দ্বীনি কাজের মধ্যে একটি কাজ হলো দরস দেয়া, মসজিদ, ঘর, চত্বর, বাজার, স্কুল, কলেজ, এবং অন্যান্য প্রতিষ্ঠান সমূহে দরস দেয়া হয়ে থাকে এবং সেটার উদ্দেশ্য মুসলমানদেরকে নেকীর দা’ওয়াত পৌঁছানো যাতে তারা জামাআত সহকারে নামায আদায়কারী ও সুন্নাতের উপর আমলকারী হয়ে যায় এবং দা’ওয়াতে ইসলামীর মাদানী বার্তা গ্রহন করে সুন্নাতের রাস্তায় চলে, দরস ও বয়ানের অনেক উপকারিতা রয়েছে যেমন: * দরসের বরকতে মুসলমানদেরকে নেকীর দা’ওয়াত দেয়ার সাওয়াব অর্জিত হয়ে থাকে * দরসের বরকতে আল্লাহ পাক ও তাঁর প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র সন্তুষ্টি নসীব হয় * দরসের মাধ্যমে মানুষকে সুন্নাতের নিকটবর্তী করার কারণ হয় * দরসের মাধ্যমে বেনামাযীদের নামাযী বানাতে সফল হওয়া যায় * দরসের মাধ্যমে দ্বীনি বিষয়াদি জানার আগ্রহ সৃষ্টি হয়। * দরস আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ’র দোয়া অর্জন করার মাধ্যম হয়। কেননা দরস প্রদানকারীদের আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ তাঁর দোয়া দ্বারা ধন্য করেন।
অধিকহারে আল্লাহ পাকের যিকিরের জন্য
আল্লামা ইবনে রজব হাম্বলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ’র দিনের অধিকাংশ সময় আল্লাহ পাকের যিকির করে অতিবাহিত করার খুব সুন্দর ব্যবস্থাপনা উপহার দিয়েছেন, আসুন! সেটার সারাংশ শ্রবণ করি:
* দিনে ও রাতে পাঁচ ওয়াক্ত নামায ফরয, নিশ্চয় নামাযও আল্লাহ পাকের যিকির, সুতরাং পাঁচ ওয়াক্ত নামায, আগে ও পরের সুন্নাত এবং নফল সহকারে আদায় করুন,