Book Name:Yaad e Ilahi Aur Is Kay Tarika
মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: উদ্দেশ্য হলো; সব সময় যেন মুখে আল্লাহ পাকের যিকির জারী থাকে, না জানি মৃত্যু কখন চলে আসে, যখনই মালাকুল মউত عَلَیْہِ السَّلَام তোমার প্রাণ বের করার জন্য আসবে তখন উদাসিন থাকবে না, আল্লাহ পাক এরকম জীবন নসীব করুন। (মিরাতুল মানাজিহ, ৩/৩২১)
আল্লাহ পাকের যিকিরের বিভিন্ন ধরন
হে আশিকানে রাসূল! আল্লাহ পাকের যিকিরের অনেক ধরন রয়েছে: কুরআনে করীমের তিলাওয়াত করাও যিকির * আল্লাহ পাকের পবিত্র নাম মুখ দিয়ে আদায় করা * الله الله বলতে থাকা * یَا رَحْمٰنُ، یَارَحْمٰنُ বলে তাসবীহ করা * یا غفّارُ، یا غفّارُ، یا سمیعُ، یا سمیعُ বলতে থাকা এসবকিছু আল্লাহ পাকের যিকির * এইভাবে আল্লাহ পাকের নেয়ামতসমূহরে ব্যাপারে গভীর চিন্তাভাবনা করাও যিকির * যেমন: আল্লাহ পাক দুনিয়া বানিয়েছেন * এই দুনিয়ার অবাক করা দৃশ্যাবলি দেখা * এটার মাধ্যমে আল্লাহ পাকের শান ও মর্যাদা এবং কুদরতের ব্যাপারে চিন্তাভাবনা করা, এটি চোখের যিকির * আল্লাহ পাকের যিকির শ্রবণ করা কানের যিকির * অন্তরে আল্লাহ পাকের যিকিরে মশগুল থাকা অন্তরের যিকির * নাতে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পাঠ করা, শ্রবণ করাও যিকির * আল্লাহ পাকের প্রিয় বান্দাদের যিকির করা * ঐসব আলোচনা শুনা * তাঁদের জীবনী পড়া * বরং ওলামায়ে কেরাম বলেন: শিক্ষা অর্জনের জন্য আল্লাহ পাকের শত্রুদের অবস্থাদির ব্যাপারে পড়া শুনা করাও যিকিরের অন্তর্ভূক্ত। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহ পাকের যিকির কোন মাধ্যমেও হয়ে থাকে আবার মাধ্যম ছাড়াও, আল্লাহ পাকের সত্তা ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা বা সেগুলো নিয়ে গবেষণা করা মাধ্যম ছাড়া যিকির, তাঁর বন্ধুদের ভালবাসার চর্চা করা, তাঁদের শত্রুদের অনিষ্টতার ব্যাপারে আলোচনা করা, সবকিছু মাধ্যম ছাড়াই আল্লাহ পাকের যিকির, দেখুন! পুরো কুরআন আল্লাহ পাকের যিকির, কিন্তু এটার অনেক স্থানে তো আল্লাহ পাকের সত্তা ও গুণাবলীর বর্ণনা রয়েছে, কোথাও নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র বৈশিষ্ট্য ও প্রশংসা, কোথাও কাফিরদের