Book Name:Yaad e Ilahi Aur Is Kay Tarika
থেকে রক্ত প্রবাহিত হতে লাগল, سُبْحٰنَ الله! তাঁর রক্ত যমিনের পড়লো তো সেটার দ্বারা الله লিখা হয়েগেলো।
আল্লাহ পাক আমাদেরকেও অধিকহারে আল্লাহ পাকের যিকির করার তাওফিক দান করুন। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
প্রিয় ইসলামী ভাইয়েরা! আশিকানে রাসূলের মাদানী সংগঠন দা’ওয়াতে ইসলামী মুসলমানদেরকে আল্লাহ পাকের স্মরণে ও ইশকে রাসূলের সুধা পান করাচ্ছে আপনিও এই দ্বীনি সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে যান, اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের মাদানী সংগঠন দা’ওয়াতে ইসলামী পুরো পৃথিবীতে দ্বীনি খিদমতের জন্য ৮০টির চেয়েও অধিক বিভাগ কাজ করছে তার মধ্য হতে একটি বিভাগ হলো দারূস সুন্নাহ বিভাগ যেটার অধিনে আশিকানে রাসূলের তানযিমি ও চারিত্রিক প্রসিক্ষণের জন্য বিভিন্ন মাদানী মারকাজের মধ্যে দারূস সুন্নাহ গঠন করা হয়েছে, যেটাতে মাদানী মারকায থেকে আসা আশিকানে রাসূলেদেরকে ইলমে দ্বীন, সুন্নাত ও আদব শিখানো হয়, সহীহভাবে কুরআনে করীম পাঠ করা শিখানো হয়, এবং যেসমস্ত আশিকানে রাসূল, আল্লাহ পাকের রাস্তায় মাদানী কাফেলায় সফর করে তাদেরকে সফরের পূর্বে সফরের আদব, সফরের সুন্নাত, এবং মাদানী কাফেলায় সফর করার উদ্দেশ্য বলে দারূস সুন্নাত বিভাগের অধিনে মাদানী কাফেলায় রওনা করা হয় এবং মাদানী কাফেলা ফিরে আসার বিবরণও দারূস সুন্নাহ নিয়ে থাকে।
আল্লাহ পাকের যিকিরের অভ্যাস কিভাবে হবে?
একবার আল্লাহ পাকের প্রিয় এক নবী হযরত মূসা عَلَیْہِ السَّلَام আল্লাহ পাকের দরবারে আরয করলেন: হে আল্লাহ পাক! আমি এমন ইবাদত করতে চায়! যেটাতে অনেক পরিশ্রম করতে হয়। আল্লাহ পাক ইরশাদ করলেন: হে মূসা! উচ্চ আওয়াজে আমার যিকির করো।
এখন হযরত মূসা عَلَیْہِ السَّلَام তো আল্লাহ পাকের নবী, তিনি যখন আল্লাহ পাকের যিকির করলেন তো পরিশ্রম কি হওয়ার ছিলো, তাঁর অনেক স্বাদ অনূভব হলো, তিনি দ্বিতীয় দিন যিকির করলেন তো প্রথম দিনের চেয়েও বেশি স্বাদ অনূভব করলেন, এইভাবে তিনি যতই যিকির করতে রইলেন, স্বাদও বৃদ্ধি পেতে রইলো, তিনি আল্লাহ পাকের দরবারে আরয করলেন: হে আল্লাহ পাক! আমি তো এমন ইবাদত করতে চেয়েছিলাম