Yaad e Ilahi Aur Is Kay Tarika

Book Name:Yaad e Ilahi Aur Is Kay Tarika

বললেন: আমি দেখছি এই লোকেরা বসা রয়েছে, জ্বিন বলল: এগুলো ছাড়া আর কিছু দেখতে পাচ্ছেন না? বললেন: না এখন মুসলমান জ্বিন তাঁর চোখের উপর হাত রাখল, অতঃপর সরিয়ে ফেলল আর বলল: এখন দেখুন! ইমাম আবুল কাসিম কুশাইরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লোকজনের দিকে দৃষ্টি দিলেন তখন কি দেখলেন যে, মানুষের মাথার উপর কালো কাক বসে আছে, ঐসব কাকের পশম লম্বা লম্বা আর এই পশমগুলো কারো চেহারা আবৃত করে নিয়েছে, কারো চোখ পর্যন্ত রয়েছে, কারো কপাল পর্যন্ত ইমাম কুশাইরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আশ্চর্যকর দৃশ্য দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন: কি ব্যাপার? তাঁর জ্বিন বন্ধু এই আয়াত পাঠ করল:

وَ مَنۡ یَّعۡشُ عَنۡ ذِکۡرِ الرَّحۡمٰنِ نُقَیِّضۡ لَہٗ  شَیۡطٰنًا  فَہُوَ  لَہٗ  قَرِیۡنٌ

(পারা ২৫, সূরা যুখরুফ, আয়াত: ৩৬)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আর যে পরম দয়াময়ের স্মরণ থেকে বিমুখ হয়, আমি তার জন্য একটা শয়তান নিয়োগ করি, যাতে সে তার সাথী হয়েই থাকে

    আরও বলল: এটা শয়তান যেটাকে তাদের উপর নিয়োজিত করে দেয়া হয়েছে তাদের মধ্যে যারা উদাসীন রয়েছে, তাদের মাথার উপর শয়তান কাকের আকৃতি ধরে বসে যায়, যখন সে যিকির করা শুরু করে তখন শয়তান দূরে সরে যায় (শাবআ সানাবিল, পৃষ্ঠা ২৫৩)

    আল্লাহ পাক আমাদেরকে উদাসিনতা থেকে মুক্তি দান করুক হায়! যদি সব সময় যিকির আযকারে নিমগ্ন হয়ে যেতাম

اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

আল্লাহ পাকের যিকিরের ফযীলত

    হযরত মুয়ায বিন জাবাল رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একদিন আমরা রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمর সাথে সফরে ছিলাম, এরই মধ্যে অনেকে ঘোড়ার উপর আরোহী সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ আগে চলেগেলেন, আর কিছু পিছনে রয়ে গেলো, এক্ষেত্রে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: یَا مُعَاذُ! اَیْنَ السَّابِقُوْنَ হে মুয়ায! আগে যারা এসেছিলো এরা কোথায়? আমি বললাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! অনেকে আগে চলেগেছে, অনেকে পিছনে আসতেছে। এক্ষেত্রে রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: یَا مُعَاذُ!