Book Name:Yaad e Ilahi Aur Is Kay Tarika
হযরত সাহল বিন মুয়ায رَضِیَ اللهُ عَنْہُ তাঁর পিতা থেকে বর্ণনা করেন: একবার নুরানী মাহফিল সাজানো ছিলো, রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাশরিফ এনেছিলেন, সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ ও উপস্থিত ছিলেন, এক সাহাবি رَضِیَ اللهُ عَنْہُ প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র দরবারে উপস্থিত হলো আর আরয করলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! জিহাদকারীদের মধ্যে কে বেশি মর্যাদাবান? রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: اَکْثَرُهُمْ لِلّٰہِ ذِکْرًا অর্থাৎ যে অধিকহারে আল্লাহ পাকের যিকির করে, সে অধিক মর্যাদাবান। আল্লাহর রাসূলের সাহাবি দ্বিতীয়বার প্রশ্ন করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! রোযাদারদের মধ্যে কে বেশি মর্যাদাবান? (যেমন ১০০ জন রয়েছে আর ১০০ জনের মধ্যে ১০০ জনই রোযা রেখেছে, তাদের মধ্য হতে কে বেশি মর্যাদাবান?) নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: اَکْثَرُهُمْ لِلّٰہِ ذِکْرًا অর্থাৎ যে বেশি পরিমাণে আল্লাহ পাকের যিকির করে, সে অধিক মর্যাদাবান।
(اَللهُ اَكْبَرُ! ক্ষুধা সবাই সহ্য করছে, পিপাসা সকলে সহ্য করছে, রোযা অবস্থায় রয়েছে, তারপরও যে রোযা পালনকারী অধিকহারে আল্লাহ পাকের যিকির করে, সে অধিক মর্যাদাবান)
হযরত সাহল বিন মুয়ায رَضِیَ اللهُ عَنْہُ বলেন: ঐ সাহাবি رَضِیَ اللهُ عَنْہُ এইভাবে প্রশ্ন করতে রইলেন, যেমন ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! নামাযীদের মধ্যে কে বেশি মর্যাদাবান? যাকাত প্রদানকারীদের মধ্য হতে কে বেশি মর্যাদাবান? এইভাবে এক একটি ইবাদতের ব্যাপারে প্রশ্ন করলেন, আর প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঐসব প্রশ্নের একই উত্তর প্রদান করতে রইলেন: اَکْثَرُهُمْ لِلّٰہِ ذِکْرًا، اَکْثَرُهُمْ لِلّٰہِ ذِکْرًا অর্থাৎ যে অধিক পরিমাণে আল্লাহ পাকের যিকির করে, সে অধিক মর্যাদাবান, যে বেশি পরিমাণে আল্লাহ পাকের যিকির করে, সে বেশি মর্যাদাবান।
গুহার সাথী ও মাযারের সঙ্গী, অর্থাৎ আশিকে আকবর, হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ উপস্থিত ছিলেন, তিনি হযরত ওমর ফারূকে আযম رَضِیَ اللهُ عَنْہُ কে সম্ভোধন করে বললেন: হে ওমর! এভাবে তো আল্লাহ পাকের যিকিরকারী সকল মঙ্গল অর্জন করে