Book Name:Yaad e Ilahi Aur Is Kay Tarika
রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আল্লাহ পাকের যিকির এতো অধিকহারে করো যেন লোকেরা তোমাদেরকে পাগল দিওয়ানা বলে। (মুসনদে ইমাম আহমদ, ৫/ ১৮৯, হাদীস: ১১৯৭১)
একবার নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র খিদমতে এক সাহাবি رَضِیَ اللهُ عَنْہُ উপস্থিত হয়ে আরয করলো: اِنَّ شَرَائِعَ الْاِسْلَامِ قَدْ کَثُرَتْ عَلَیَّ অর্থাৎ ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! নিশ্চয় ইসলামের বিধান আমার উপর অতিরিক্ত হয়ে গেছে, এমন কোন আমল বলুন! যেটা মজবুত সহকারে আকড়ে ধরবো। আল্লাহ পাকের শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: لَایَزَالُ لِسَانُکَ رَطْبًا مِّنْ ذِکْرِ اللّٰہِ عَزَّوَ جَلَّ অর্থাৎ তোমাদের মুখ সর্বদা আল্লাহ পাকের যিকির দ্বারা সতেজ রাখো। (ইবনে মাজাহ, পৃষ্ঠা ৬০৮, হাদীস: ৩৭৯৩)
হাকিমুল উম্মত মুফতি ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসে পাকের ব্যাখ্যায় বলেন: সম্ভবত প্রশ্নকারীর প্রশ্ন নফলের ব্যাপারে ছিলো (ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! নফল ইবাদত অনেক রয়েছে, সেগুলোর মধ্য হতে কোন একটি ইবাদতের ব্যাপারে বলে দিন যেটা আমি মজবুতভাবে আকড়ে ধরবো), এক্ষেত্রে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই উত্তর দিলেন, উদ্দেশ্য হলো; সব সময় মুখে আল্লাহ পাকের যিকির অব্যাহত রাখো। আল্লাহ পাক আমাদেরকে এরকম জীবন নসীব করুক। (মিরাতুল মানাজিহ, ৩/ ৩২১) اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
হযরত মুয়ায رَضِیَ اللهُ عَنْہُ ’র জন্য শেষ উপদেশ
রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র অনেক প্রিয় সাহাবি, হযরত মুয়ায বিন জাবাল رَضِیَ اللهُ عَنْہُ। তিনি বলেন: আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র জাহেরি হায়াতে তাঁর সাথে শেষ যেই সাক্ষাত হয়েছে, ঐসময় আমি আরয করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! কোন আমলটি সবচেয়ে উত্তম ও আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী? আল্লাহ পাকের প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: اَنْ تَمُوتَ وَلِسَانُکَ رَطْبٌ مِّنْ ذِکْرِ اللهِ অর্থাৎ হে মুয়ায! তোমার মৃত্যু এই অবস্থায় আসা যেন তোমার মুখ আল্লাহ পাকের যিকিরে সিক্ত থাকে। (শুয়াবুল ঈমান, ১/৩৯৩, হাদীস: ৫১৬)