Book Name:Yaad e Ilahi Aur Is Kay Tarika
ব্যাপারে আলোচনা। (মিরাতুল মানাজিহ, ৩/ ৩০৪) এবং কুরআনে করীমের তিলাওয়াত হলো সর্বোত্তম যিকির, বুঝাগেলো; এসবকিছু যিকিরের অন্তর্ভূক্ত।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এগুলো হলো যিকিরের বিভিন্ন ধরন কিন্তু সত্যিকার্থে যিকির হলো উদাসিনতা দূর করার নাম অর্থাৎ অন্তর থেকে উদানিসতার পর্দা উঠে যাওয়ার যে অবস্থা, ঐ অবস্থাকে যিকির বলে। ইমাম ওয়াসেতি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে জিজ্ঞাসা করা হলো: যিকির কাকে বলে? বললেন: اَلْخُرُوجُ مِنْ مَّیْدَانِ الْغَفْلَۃِ অর্থাৎ উদাসিনতার ময়দান থেকে বের হয়ে যাওয়ার নাম হলো যিকির। (রিসালায়ে কুশাইরিয়া, ২৫৭ পৃষ্ঠা) উদাহরণ স্বরূপ এক ব্যক্তি গুনাহের কাজে নিমজ্জিত (যেমন: সিনেমা, নাটক দেখছে), হঠাৎ মনে এই খেয়াল আসলো যে অতিশীঘ্রই আমি মৃত্যুবরণকারী, আমার দয়ালু মালিক, রব্বুল আলামিনের দরবারে উপস্থিতও হতে হবে, এই মনোভাবের কারণে সে গুনাহ ছেড়ে দিলো। এটি হলো উদাসিনতার ময়দান থেকে বের হয়ে যাওয়া, এই অবস্থাকে যিকির বলা হয়।
শায়খ আবুল হাসান নুরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আল্লাহ
পাকের নেককার বান্দা ও কামিল অলি ছিলেন, দূর
দূরান্ত পর্যন্ত তাঁর বেলায়তের প্রসিদ্ধি ছিলো, লোক
বরকতের জন্য তাঁর খিদমতে উপস্থিত হতো আর ফয়েয ও বরকত অর্জন করত। একবার দুইজন দরবেশ
শায়খ আবুল হাসান নুরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ
’র সাথে সাক্ষাত করার জন্য রওনা হলো,
তাঁদের মধ্য থেকে একজন দরবেশ পশুদের ভাষা বুঝতো,
যখন উভয়ে শায়খ আবুল হাসান নুরী
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ’র
শহরে পৌঁছলেন তখন দেখলেন: দুইটি বিড়াল পরস্পরের মধ্যে কথা বলছে। দরবেশ বিড়ালদের কথা
শুনে পেরেশান হয়ে اِنَّا لِلّٰہِ وَ اِنَّا
اِلَیْہِ رَاجِعُوْن পড়লো।
অন্য দরবেশ ঘটনা জিজ্ঞাসা করলেন তখন বললেন: এক বিড়াল অন্য বিড়ালকে বলছিলো: শায়খ আবুল
হাসান নুরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইন্তেকাল করেছেন। উভয়ে দুঃখ প্রকাশ করলেন,
আল্লাহ ভালো করুক! এতো দূর থেকে এসেছিলো,
চিন্তা করল এখন জানাযায় অংশগ্রহন করবে, সুতরাং তাঁরা উভয়ে শায়খ আবু হাসান নুরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ’র ঘরে গিয়ে পৌঁছলেন,
দেখলেন; শায়খ আবুল হাসান নুরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ স্বয়ং নিজে তাদেরকে স্বাগত জানানোর