Nekiyan Chupaye

Book Name:Nekiyan Chupaye

মানুষ সাহস করে নেক আমল করে নেয় তবে নফস শয়তান মানুষের অন্তরে নেকী সমূহ প্রকাশ করার আকাঙ্ক্ষা সৃষ্টি করে থাকে, যাতে বান্দা নিজের নেক আমল সমূহ বলে নিজের নামায, তিলাওয়াত, যিকির আযকার, সদকা খয়রাত ইত্যাদি প্রচার করে নেককার বলে প্রশংসা শুনে, অহংকার আত্ম সম্মানবোধ এবং রিয়াকারীর ধ্বংসলীলার কারণে ধ্বংস হয়ে যায়

    হে আশিকানে রাসূল! আমাদের উচিৎ, নিজের যেকোন নেক কাজকে যথাসম্ভব গোপন রাখা, বিনা কারণে কাউকে না বলা, কেননা নেকী প্রকাশ করাতে মানুষের নেকী কমে যেতে পারে, নেকী প্রকাশ করাতে মানুষের নেকী নষ্ট হয়ে যেতে পারে এবং নেকী সমূহ প্রকাশ করাতে মানুষ গুনাহগারও হতে পারে আল্লাহ পাক আমাদের অবস্থার প্রতি সদয় হোন, নেক আমল করে তা গোপন করা কঠিন কিন্তু অসম্ভব নয় মনে রাখবেন! নেক আমল করাতে কষ্ট হয়ে থাকে, কিন্তু নেকী গোপন করার কষ্ট, নেকী করার কষ্টের চেয়ে বেশি

    রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: নিশ্চয় আমল করে তা রিয়া থেকে বাঁচানো আমল করা থেকে বেশি কঠিন আর মানুষ কোন আমল করলো তখন তার জন্য এমন নেক আমল লিখে দেয়া হয়, যা একাকীত্বে করা হয়েছে এবং তার জন্য সত্তর গুণ সাওয়াব বৃদ্ধি করে দেয়া হয়, অতঃপর শয়তান বান্দাকে উদ্বুদ্ধ করতে থাকে, এক পর্যায়ে সে এই আমলটি মানুষের সামনে প্রকাশ করে দেয়, তখন তার জন্য এই আমল গোপনের পরিবর্তে প্রকাশ্যে লিখে দেয়া হয় এবং সাওয়াবের সত্তর গুণ মিটিয়ে দেয়া হয়। শয়তান তারপরও মানুষের সাথে লেগে থাকে, এমনকি সে দ্বিতীয়বার মানুষের সামনে সেই আমলের উল্লেখ করে এবং চায় যে, লোকেরাও এর আলোচনা করুক আর এই আমলের কারণে তার প্রশংসা করুক, তখন তা প্রকাশ্যেও মিটিয়ে