Nekiyan Chupaye

Book Name:Nekiyan Chupaye

রয়েছে, যে নিজের ঘরকে সিজদার স্থান বানিয়ে নেয় তিনি আরো বলেন: মসজিদ হলো পৃথিবীতে মুত্তাকী লোকদের বাসস্থান আর আল্লাহ পাক তাঁর ফেরেশতাদের সামনে সেই লোকদের ব্যাপারে গর্ব করেন, যে নিজের নামায, রোযা এবং দান খয়রাত গোপন রাখে (হিলইয়াতুল আউলিয়া, কাআবুল আহবার, /৪২১, নম্বর ৭৫৯৫)

    দান খয়রাত গোপনভাবে প্রদানকারীর প্রশংসা কুরআনে করীমে করা হয়েছে যেমনটি ৩য় পারা সূরা বাকারার ২৭১ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:

اِنۡ تُبۡدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا ہِیَ ۚ وَاِنۡ تُخۡفُوۡہَا وَتُؤۡتُوۡہَا الۡفُقَرَآءَ فَہُوَ خَیۡرٌ لَّکُمۡ ؕ   وَیُکَفِّرُ عَنۡکُمۡ مِّنۡ سَیِّاٰتِکُمۡ ؕ   وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ (۲۷۱)

(পারা , সূরা বাকারা, আয়াত ২৭১)

কানযুল ঈমান থেকে অনুবাদ: যদি দান প্রকাশ্যে করো তবে তা কতোই ভালো কথা আর যদি গোপনে অভাবগ্রস্থদের দান করো তবে তা তোমাদের জন্য সবচেয়ে উত্তম আর এতে তোমাদের কিছু পাপ মোছন হবে এবং আল্লাহ তোমাদের কার্যাদি সম্পর্কে অবহিত

নেক আমল গোপন করার জন্য মিথ্যা বলা কেমন?

    হে আশিকানে রাসূল! রিয়াকারী ইত্যাদির ধ্বংসলীলা থেকে বাঁচার জন্য নেকী গোপন রাখা প্রয়োজন, কিন্তু নেকী গোপন করার জন্য মিথ্যা বলার কখনোই অনুমতি নেই, যেমন; হজ্ব, নফল রোযা, কুরআন হিফয, আলিম বা সৈয়দ হওয়া সম্পর্কে যদি কেউ জিজ্ঞাসা করলে তবে মিথ্যা বলার কখনোই অনুমতি নেই

নিজের নেক আমল প্রকাশ করার জায়িয অবস্থা

    প্রিয় ইসলামী ভাইয়েরা! মনে রাখবেন! নেকী সমূহ যথাসম্ভব গোপন রাখাতেই নিরাপত্তা রয়েছে, কিন্তু কিছু কিছু অবস্থায় ভালো ভালো নিয়্যত সহকারে তা প্রকাশ করারও অনুমতি