Nekiyan Chupaye

Book Name:Nekiyan Chupaye

(মাজমাউয যাওয়ায়িদ, ১০/২৫১, হাদীস: ১৭২৯১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

বয়ান শুনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের আজকের বয়ানের বিষয়বস্তু হলো নিজের নেক আমল গোপন করুন এই বয়ানে নিজের নেক আমল গোপন করা সম্পর্কে কুরআনের আয়াত হাদীসে মুবারকা, বুযুর্গানে দ্বীনগণের চিন্তাধারা, “নিজের নেক আমল গোপন করার ফযীলত, বুযুর্গানে দ্বীনগণের رَحِمَہُمُ اللهُ المُبِيْن বাণী ঘটনাবলী, “নিজের নেক আমল গোপন করার জন্য মিথ্যা বলা কেমন? নেকী প্রকাশ করার জায়িয অবস্থা এবং অন্যান্য আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এই বয়ানে আমরা শুনবো হায়! সম্পূর্ণ বয়ান ভালো ভালো নিয়্যত সহকারে যেনো আমাদের শুনা নসীব হয়ে যায় اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد