Nekiyan Chupaye

Book Name:Nekiyan Chupaye

লাগলো এবং তাঁর মা তাকে চুপ করানোর চেষ্টা করছিলেন আমি জিজ্ঞাসা করলাম: এই শিশু এভাবে কান্না করছে কেন?” বিবি সাহেবা বললেন: তাঁর আব্বু অর্থাৎ হযরত আবুল হাসান তুসী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই কক্ষে প্রবেশ করে কুরআন তিলাওয়াত করেন কান্না করেন, তখন সেও তাঁর আওয়াজ শুনে কান্না করতে থাকে

    শায়খ আবু আব্দুল্লাহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত আবুল হাসান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ (রিয়াকারীর ধ্বংসলীলা থেকে বাঁচার জন্য) নেকী গোপন করতে খুবই চেষ্টা করতেন, এভাবে যে, তিনি তাঁর সেই বিশেষ কক্ষ থেকে ইবাদত করার পর বের হওয়ার পূর্বে নিজের মুখ ধৌত করে চোখে সুরমা লাগিয়ে নিতেন, যাতে চেহারা চোখ দেখে কেউ বুঝতে না পারে যে তিনি কান্না করেছিলেন (হিলিয়াতুল আউলিয়া, মুহাম্মদ বিন আসলাম, /২৫৪, নম্বর ১৩৮০৩)

তিলাওয়াতের আদব

    প্রিয় ইসলামী ভাইয়েরা! জানতে পারলাম, কুরআন তিলাওয়াত করার সময় বা শুনার সময় কান্না করা আমাদের বুযুর্গানে দ্বীনগণের পদ্ধতি বরং সুন্নাতে মুস্তফা জি হ্যা! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কুরআনে করীমের তিলাওয়াত করার সময় আর শুনার সময় অনেক সময় মুবারক চোখ থেকে অশ্রু মুবারক প্রবাহিত করতেন যাইহোক! কুরআন তিলাওয়াতের সময় যখন আল্লাহ পাকের শান মহত্ব, মহান মর্যাদা মহিমার কল্পনা করবে, যখন এই কল্পনা সৃষ্টি হবে যে, আমি আমার প্রতিপালকের বাণী পড়ছি, আমার প্রতিপালক আমার সাথে কথা বলছেন, যখন কুরআনে করীম বুঝে অনুবাদ ব্যাখ্যা সহকারে পাঠ করবে এবং আল্লাহ পাকের কঠোর গ্রেফতার, কিয়ামত এবং জাহান্নামের প্রতি চিন্তা করবে তখন কান্না নসীব হবে