Book Name:Nekiyan Chupaye
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
নিজের নেক আমল গোপন করার প্রেরণা সৃষ্টির কয়েকটি পদ্ধতি
(১) নিজের নেক আমল গোপন করার প্রেরণা সৃষ্টির জন্য সত্য অন্তরে আল্লাহ পাকের দরবারে কান্না করে করে দোয়া করুন, কেননা দোয়ার বরকতে বিগড়ে যাওয়া কাজ সুধরে যায়। (২) নেক আমল গোপন করার ফযীলত অধ্যয়ন করুন। (৩) নিজের নেক আমল প্রকাশ করার ক্ষতি অধ্যয়ন করুন। (৪) বুযুর্গানে দ্বীনগণের رَحِمَہُمُ
اللهُ المُبِيْن জীবনীর ঈমান সতেজকারী ঘটনাসমূহ বার বার পাঠ করুন। (৫) সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমায় অংশগ্রহণ এবং নিয়মিত মাদানী মুযাকারা দেখুন ও শুনুন। (৬) আশিকানে রাসূলের সাথে প্রতিমাসে ৩দিনের মাদানী কাফেলায় সফর করুন। (৭) ৭২টি নেক আমলের পুস্তিকা পুরণ করে প্রত্যেক ইসলামী মাসের প্রথম তারিখে নিজের এলাকার যিম্মাদারকে জমা করানোর অভ্যাস গড়ে নিন। (৮) আশিকানে রাসূলের সাহচর্য অবলম্বন করুন।
(৯) মাকতাবাতুল মদীনার পুস্তিকা “নেকীয়া চুপাও” অধ্যয়ন করুন। এই পুস্তিকায় নেকী গোপন করার ব্যাপারে আয়াতে করীমা, হাদীসে মুবারাকা, আল্লাহ পাকের নেক বান্দাদের ঘটনাবলী, সংশোধনের অনন্য পদ্ধতি, নিজের নেক আমল প্রকাশের জায়িয অবস্থা, একনিষ্ট হওয়ার নিদর্শন এবং আরো অসংখ্য তথ্যাবলী বিদ্যমান রয়েছে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ত্রুীড়া ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ বিভাগ
اَلْحَمْدُ لله আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামী ৮০টির চেয়েও অধিক বিভাগের মাধ্যমে দ্বীনের খিদমত করা যাচ্ছে, দা’ওয়াতে ইসলামী যেখানে বিভিন্ন বিভাগের সাথে সম্পৃক্ত